i love somewhere blog.
সামুব্লগে আগে তেমন একটা আসতামনা।
মাঝে মাঝে সামু-ব্লগ খুলে ব্লগ পড়তাম।
রেজিষ্ট্রশন ঝামেলার কারণে সদস্যও হয়নি।
যাই হোক দীর্ঘ্য প্রায় ১ বছরের বেশী দিন যাবৎ এই সাইটে যখন আছি তখন এই ব্লগের ( ভিজিটর, ব্লগার, মোবাইলে কত জন এই ব্লগটিতে আছে সেটা পরিসংখ্যান দেখাত। প্রায় সময় দেখতা কখনো ৩৫০, ৪০০, ৫০০, ৬৫০, জন ব্লগে থাকতো ।
মোট কথা ৩৫০ থেকে ৬৫০ এর মধ্যে গুরাপিরা করতো।
কিন্তু এই প্রথম দেখলাম এত কম সংখ্যক ব্লগার, ভিজিটর ব্লগে আছেন।
তখন - ভিজিটর পরিসংখ্যান এর পার্শ্ব এটি পোষ্ট ছিল।
ব্রেষ্ট ক্যানসারের ও দু-একটি কথা। লিখেছেন -রাজীব দে সরকার।
তার ব্লগের সময় অনুসারে তখন- বিকাল ৪ টা ১১ মিনিট তাং ১০ ই আগষ্ট ২০১১।
মাত্র ২৯ জনব্লগার।
২৪৪ জান ভিজিটর।
৪২ জন মোবাইল থেকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।