আমাদের কথা খুঁজে নিন

   

ইয়া ইলাহী কবুল করো.........

আমি এই আমাকে খুঁজে ফিরি সবার মাঝে………………….. তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার ভাইয়ের জন্য সেটাকেই পছন্দ করে যা সে নিজের জন্য ভালো মনে করে। আল-হাদিস হযরত ফারুকে আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আ’নহু যখন রাতের ইবাদতের জন্য জাগতেন তখন এ মোনাজাত করতেন, ওগো পরওয়ারদিগার! তুমি আমার অবস্থা, পর্যায় ও চাহিদা সবই জান। তাই তুমি আমাকে অভীষ্টলব্ধ ও সফলকাম করে ফিরাও। তুমি আমাকে ক্ষমাপ্রাপ্ত ও দয়াপ্রাপ্ত করে ফিরাও। অতঃপর যখন তিনি নামায শেষ করতেন তখন এ প্রার্থনা করতেন- হায় আল্লাহ্‌! আমি দুনিয়াতে কিছুই স্থায়ী দেখছি না।

তেমনি আমি দুনিয়ার কোন অবস্থাও স্থায়ী বলে দেখতে পাচ্ছি না। তাই ওগো প্রতিপালক! তুমি আমাকে এ তাওফিক দাও যে, যখন আমি কিছু বলি তা যেন জ্ঞানের কথা হয়। আর যখন চুপ থাকি তা যেন ধৈর্য সহকারে হয়। আমার জন্য পার্থিব সম্পদ এত বেশী করো না যা আমাকে নাফরমান বানাবে। আর এত কম করো না যার দুশ্চিন্তায় আমি তোমাকে ভুলে যাই।

ওগো পরওয়ারদিগার! যে সম্পদ কম হলেও আমার প্রয়োজন মিটে যায় সেটাই আমার জন্য উত্তম সেই অধিক সম্পদ থেকে, যা আমাকে আমোদ-ফুর্তিতে ফাঁসিয়ে দেবে। [ইযালাতুল খাফা আ’ন খিলাফাতিল খুলাফা/ হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী(রাহঃ)] ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।