সৃষ্টিশীল কোন কাজ করা। বিশাল শূন্যতা পূরণ করেছি ব্লু মার্কা নীলে এক চারি ভরে দিয়েছ পানিতে পাঞ্জাবী পাগড়ী পাজামা চুবাতে, ছ্যাকরা ছ্যাকরা দাগে নীল গেছে জমে সব ছেড়ে দিয়ে রোদে পোড়া চর্ম ঘামে; পোশাক এটাই নির্বাচন করলাম মিলতে তোমাতে লজ্জার আধুলী ঝেরে ফেলে আভা রক্তিম নাকেতে পাছে দেখি আশে পাশে সজাগ নয়নে তাকালে॥ কাঠি ঘষা দেশলাই জ্বলে চারিধার সেআগুনে পুড়ে ভাবি বাহ্চমৎকার, সোনার শরীর মিলে কালো কাক তুমি বেশ আছো মিছে দেও ডাক, গাবতলায় যাবনা গাবফলার খাবনা॥
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।