আমাদের কথা খুঁজে নিন

   

আশা-(অনুগল্প)

আমি নিশাচর সকালে সে তার পিচ্চিটাকে নিয়ে স্কুলে যাবে,একটু আগে সে তার মার সাথে ফোনে কথা বলল। কত যে কথা!তার স্বামী রাসেলের কথা,পিচ্চিটার দুষ্টুমীর কথা,রাতের রান্নার কথা ।মাই যে তার একমাএ বন্ধু । কথা বলতে হাসিতে কুটি কুটি হল অনেক বার ।কত উচ্ছাস কত আশা তাঁর, সারাটা দিন স্বামী আর মেয়েটাকে নিয়ে খুনসুটি । শোয়ার সময় রাসেলকে জরিয়ে না ধরলে একটুও ঘুম আসে না তার, আজও রাতেও সে ভোরের প্রত্যাশায় রাসেলকে জড়িয়ে শুয়ে পড়ল, কত যে কাজ তার সকালে । প্রত্যাশার সকাল তার আর দেখা হল না,সকাল দশটায় সে তার স্বামী,বাবা আর দুই ভাই এর কাঁধে চড়ে রওনা হল কবরস্থানের দিকে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।