আমাদের কথা খুঁজে নিন

   

আগে খাবে প্রধানশিক্ষক-বাবুর্চি, পরে ছাত্ররা

পাশাপাশি, খাদ্যমান পর্যবেক্ষণকারী সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও আগে খাওয়ার নির্দেশ দিয়ে খাদ্যের মান লিখিতভাবে সংরক্ষণের নির্দেশ দেয়া হয়েছে বলে এনডিটিভি জানিয়েছে।
মঙ্গলবার দুপুরে বিহারের প্রাদেশিক রাজধানী পাটনা থেকে ৬০ কিলোমিটার দূরে ছাপরার কাছে একটি স্কুলে খাদ্যে বিষক্রিয়ায় ২৩ শিশুর মৃত্যুর পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে এই নির্দেশ জারি করল।
এ ঘটনায় প্রবল সমালোচনার মুখে পড়া মুখ্যমন্ত্রী নিতিশ কুমারের সরকার এই পদক্ষেপ গ্রহণ করল।
তবে এখনো পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। স্কুলের প্রধানশিক্ষক পুলিশকে হাত করে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।


এখনো ২০ জনেরও বেশি ছাত্র হাসপাতালে চিকিৎসাধীন। তাদের কারো কারো অবস্থা গুরুতর। রাজ্যের শিক্ষামন্ত্রী পিকে সাহি জানান, খাদ্যে জৈব ফসফরাস অথবা কীটনাশক ওষুধের উপস্থিতি পাওয়া গেছে।
ছাপরার অধিবাসীরা অভিযোগ করেছেন, খাবারে যে রান্নার তেল দেয়া হয়েছে সেটি একটি কীটনাশকের ক্যানে ছিল।
কয়েকদিনের মধ্যেই তেলের নমুনা পরীক্ষার ফলাফল জানা যাবে ।


এরআগে বুধবার এ ঘটনায় উত্তেজিত জনতা ব্যাপক বিক্ষোভ ও ভাঙচুর চালিয়েছে। রাজনৈতিক দলগুলোও ঘটনার প্রতিবাদে বিক্ষোভ-ধর্মঘট ডেকেছে।
রাজ্যের সারান এলাকার ধর্মসতি গান্দামানে বিক্ষোভ করেছে শ’ শ’ গ্রামবাসী ও অভিভাবক। তারা পুলিশের চারটি গাড়িতে আগুন দেয়।
স্থানীয় জনতা লাঠিসোঠা নিয়ে রাস্তায় নেমে এসে অবরোধ সৃষ্টি করে এবং রেলওয়ে স্টেশনের ফটকগুলো বন্ধ করে দেয়।


এছাড়া, ধর্মসতি গান্দামান ও ছাপরায় বিক্ষুব্ধ জনতা বাস ও ব্যক্তি মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন দিয়েছে।
টিভি চ্যানেলে ছাপরা এবং পাটনায় অধিবাসীদেরকে বিক্ষোভে রাস্তায় নেমে আসতে দেখা গেছে। বিক্ষোভকারীরা একটি পুলিশ স্টেশনে পাথর ছুড়ে মারে, আগুন দেয় বাস ও অন্যান্য যানবাহনে। রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে মুখ্যমন্ত্রী নিতিশ কুমারের কুশপুত্তলিকা পোড়ানো হয়।
তবে মুখ্যমন্ত্রী এ ঘটনা দ্রুত তদন্তের নির্দেশ দেয়ার পাশাপাশি মারা যাওয়া শিশুদের প্রত্যেক পরিবারকে ২ লাখ রূপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।