আমাদের কথা খুঁজে নিন

   

লুল,লুলামী আশ্চর্য পৃথিবী এবং রমনী:O ;D

আমি কে যে বারবার অন্ধকারে হারিয়ে আবার আলোতে ফিরে আসি . পৃথীবিতে দুই ধরনের মানুষ আছে একদল হচ্ছে লুল আরেক দল হচ্ছে লুল নয় । নাহ এক্ষেত্রে মনে হয় প্রবাদ টা খাটলো না । বর্তমান পৃথিবীতে কারো মাঝে লুলামী নাই এটা বিশ্বাস করা গেলো না । যাক লুল নিয়ে একটু অন্য প্রসঙ্গে যাই। আপনি রাস্তায় দিয়ে হাটছেন হঠাত্‍ করে সামনে দিয়ে এক সুন্দরী ললনা যাচ্ছে আপনি অবাক বিস্ময় নিয়ে তাকালেন মেয়েটির দিকে ।

মেয়েটা অথবা তার বান্ধবীরা কি বলবে বলেন তো ? বলবে দেখ দেখ ছেলেটা কেমন মেয়ে দেখলেই ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে । ছেলেটা আস্ত একটা লুল মেয়ে দেখলেই হল । তারপর ধরেন ভালোবাসা নাকি মানেনা কোন বাধন । মানুষ বলে ভালোবাসা করা যায় না এটা নাকি হয়ে যায় । এখন সেই মানুষই যখন আপনি একটার বেশী আরেকটা প্রেম করবেন তখনই আপনার চরিত্রে বিশেষ দিক নিয়ে টান দিবে।

লুল বলবে কিন্তু এখানে আপনার কি দোষ ভালোবাসা তো হয়ে যায়। তাই বলতে ইচ্ছে হল "ভালোবাসা তোমারে করেছে রানী হে রমনী। আর আমারে শিখিয়েছে শুধু লুলামী" ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।