আমার লিখতে ভাল লাগে এবং নতুন নতুন বিষয় নিয়ে ভাবতে ভাল লাগে। শ্রদ্ধেয় জনা আপু ও অরিল ভাইয়া,
আসসালামু আলাইকুম । এই রমজান মাসে সব ব্লগার ভাইদের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও দীর্ঘ আয়ু কামনা। আমরা সবাই সামুকে নিজের জীবনের এক সংগী হিসেবে বেছে নিয়েছি । মানুষ যেমন না খেয়ে থাকতে পারে না তেমন আমরা ও সামুতে প্রতিদিন না গিয়ে থাকতে পারি না।
সামনে ঈদ , সামুর মডারেটরদের ও সব ব্লগার ভাইদের এবং আমাদের সবার প্রিয় সেই দুজন মহান ব্যাক্তি জনা আপু ও অরিল ভাইয়াকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা। সামুর কাছে আমাদের একটা আবদার ছিল ইফতারের কিন্তু সেটাকে সামু গ্রহনযোগ্য মনে করল না এতে আমাদের কোন দুঃখ নাই । "এতে বোঝা যায় সামু আমাদের ভালবাসে না কিন্তু ব্লগাররা ঠিকই সামুর জন্য কাঁদে"। একত্রে আবার সামুর প্রতি এই ভালবাসাকে জানাতে আমাদের এই ইফতারির দাওয়াত চাওয়া সেই সুযোগ থেকে আমরা বঞ্চিত হলাম । তাই আমাদের ছোট প্রতিজ্ঞা আর কখনো সামুর প্রতি বেশি বেশি ভালোবাসা প্রকাশ করব না।
ভাল থাকবেন সবাই "বেশি বেশি করে সামুকে ভালবাসবেন আর নিজের সমস্ত দুঃখ , কষ্ট ও আনান্দ শেয়ার করবেন এবং বাংলা ভাষাকে এই সামুর মধ্যে দিয়ে উচ্চ স্থানে ধরে রাখবেন"।
Pls Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।