আমাদের কথা খুঁজে নিন

   

এস বয় (s boy)part 2

I like to hear complain from my readers about my lacks.............................................আমি এক পরী যার ডানাও নেই, আকর্ষনও নেই এবারে কিছুটা চিন্তিত হল নুহা। কেমন যেনো অন্য রকম লাগলো তার। "কি ভাবছো?" প্রশ্ন আসলো ওপ্রান্ত থেকে এবার অবাক হলো সে, লোকটা বাংলা ও জানে। কে হতে পারে? "ঠিক আছে তোমার সাথে আবার কথা হবে। " ফোনের অওয়াজে খানিকটা আনমনা হোয়ে গেলো সে।

এত বচর পর কে তাকে মনে করল?সে যেই হক না, কেনো তাকে নিয়ে এই ঠাট্টা করল কে জানে? হটাৎ তার অতীতের কথা মনে পড়ল। ডুবে গেলো সে চিন্তায়। বছর চারেক হল সে আমেরিকায় থাকে। মনে হল যেনো এইতো সেদিন সে রিক্সায় চড়েছে। প্রথম দিকে তার খুব কষ্ট হত।

তার পর আসতে আসতে সব কিছু যেনো দুরে সরে গেছে। ঘোলটে মনে হচ্ছিল সব কিছু তার কাছে। লোকটা বলল সে নাকি তার সম্পর্কে সব জানে। পাগল নাকি লোকটা, সে নিজেই তো নিজের সম্পর্কে সবজান্তা নয়। হবে কেউ দষ্টুমি করছে তার সাথে।

কিন্তু তার কোনো বন্ধুর সাথেই তো তার যোগাযোগ নেই। অবশ্য তার কারন কেনো জেনো তার সব বন্ধুত্বই খুব বেশি দিন টিকে নি। প্রী ক্লাস এ তার প্রথম বন্ধুত্ব হয় রুমার সাথে। ক্লাস ওয়ানে ভর্তি হবার পর আর দেখা হয়নি রুমার সাথে। জীবনের প্রথম বন্ধুত্ব বছর খনেক ও টিকেনি।

ঝিনুক তার জীবনের দ্বিতীয় বন্ধু। সেও পরেড় বছর স্কুল বদল করে যাবার পর আর কখোনো দেখা হয়নি। তৃতীয় ও শেষ বাংলাদেশি বন্ধু সোমালিয়া। আদ্ভুত রকমের মিল ছিলো তাদের। তার পড়ে বিদেশ চলে যাবার পড় সব শেষ।

(চলবে) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।