যেওনা, যেওনা চলে ভোর হতে এখনো অনেক বাকি হয়নি বলা এখনো অনেক না বলা কথা শিশিরে এখনো ভেজেনি ঘাসের ডগা যেওনা যেওনা চলে, না না যেওনা... না না না যেওনা না, যেওনা চলে রাত জাগা পাখি হয়ে খুজে পাবে না আপন ঠিকানা হারিয়ে এই আমাকে। যেওনা যেওনা চলে, না না যেওয়ানা... না না না যেওনা না, যেওনা চলে অন্ধ করে সন্ধ্যা তারা মুছে দিয়ে জোছনা মাখা আকাশখানা এখানো যে অনেক কথা হয়নি বলা। যেওনা যেওনা চলে, না না যেওয়ানা... না না না যেওনা না, যেওনা চলে যেখানে শুধুই ঠিকানাহীন পথ চলা বিবর্ণ ফেলে আসা স্বপ্নগুলো যন্ত্রের গন্ধে জমাট বাধে যন্ত্রণা। যেওনা যেওনা চলে, না না যেওয়ানা... না না না
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।