আমাদের কথা খুঁজে নিন

   

'ওজন বাড়লে সঙ্গিনীকে ছেড়ে দেবে অর্ধেক পুরুষ'

মাকে বড্ড ভালবাসি। নিউইয়র্ক, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নারীর চেয়ে পুরুষেরা তাদের সঙ্গিনীর শারীরিক গড়ন নিয়ে বেশি ভাবে। প্রকাশিত এক নতুন জরিপ থেকে এ কথা জানা যায়। জরিপে ৭০ হাজার মানুষের কাছে প্রশ্ন রাখা হলে এর মধ্যে প্রায় অর্ধেক পুরুষই জানিয়েছে, ওজন বাড়লে তারা তাদের সঙ্গিনীকে ছেড়ে দেবে। অন্যদিকে মাত্র ২০ ভাগ নারী এ ধরনের সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে।

সঙ্গিনীর বান্ধবীকে নিয়ে আনন্দজনক স্বপ্ন দেখে বলেও জানিয়েছে দুই-তৃতীয়াংশ পুরুষ। অন্যদিকে এক-তৃতীয়াংশ নারী এ ধরনের স্বপ্ন দেখে থাকে। আস্কম্যানের এডিটর-ইন-চিফ জেমস বাসিল কসমোপলিটন ডটকমের সাথে যৌথ উদ্যোগে জরিপটি পরিচালনা করেছেন। এছাড়া গবেষণায় আরো দেখা গেছে, ৫০ ভাগ পুরুষ তাদের কতজন যৌনসঙ্গী ছিল এ ব্যাপারে মিথ্যা কথা বলে। অন্যদিকে ৩৫ ভাগ নারী এ ব্যাপারে মিথ্যার আশ্রয় নিয়ে থাকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।