আমাদের কথা খুঁজে নিন

   

কেউ কি দয়া করে জানাবেন, বেগম ফযিলাতুন্নেসা বঙ্গমাতা উপাধি কবে পেলেন???

আমার ভাই একটাই সমস্যা। আমি ভাই একটু কম জানি। যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারি না। এই যেমন আজ আবিষ্কার করলাম হাসিনা আফার মাতা বেগম ফযিলাতুন্নেস কবে ,কোথায়, কখন বঙ্গমাতা উপাধি পেলেন তা আমি জানি না!!!!!!। আমার জানার দৌড় সর্বোচ্চ হাইকোর্ট বলছে শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা। এত টুকুই। আমি জানি এই ব্লগে অনেক জ্ঞানী গুণী, জানলেওয়ালা আছেন। কেউ কি আমাকে দয়া করে একটু জানাবেন বেগম ফযিলাতুন্নেসা কবে কোথায়, কি উপলক্ষে বঙ্গমাতা উপাধি পেয়েছে?? আমার জানার ভাণ্ডারটা একটু সমৃদ্ধ করতে পারতাম। আর আজ হটাৎ এই প্রশ্ন আসলো চ্যানেল আই এর বঙ্গমাতা বেগম ফযিলাতুন্নেস স্মরণে একটি প্রোগ্রাম দেখে। আছেন কোন ভাই আমাকে একটু জ্ঞান দান করবেন????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।