বুদ্ধিদীপ্ত সাদা আলোর বলয় ঘেরা খুব বোকা আমি। পারছিনা বলয়টা ভেঙ্গে নিজেকে মুক্ত করতে। । সারা দিন বন্ধুত্ব আর ভালবাসা নিয়া অনেক কচকচানি দেখলাম সবার। আমারও ইচ্ছা করলো একটা স্ট্যাটাস মারি।
কিন্তু মারা হইল না। সময়ের ব্যাপক পরিবর্তন হইছে। সেদিন সম্ভবত কোন এক খবরের কাগজে দেখলাম, বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিনত হতে যাচ্ছে। ভালো লাগলো খবর টা দেখে। দেশের মানুষ এখন বেশ অর্থনীতি সচেতন।
এতটাই সচেতন যে বন্ধুত্ব আর ভালবাসাতেও লাভের চিন্তা সবার। লাভ আর ক্ষতি দিয়ে এসব মানবিক ব্যাপার গুলা সহজেই ব্যাখ্যা করা যাচ্ছে। এই যেমন ধরুন আপনি কাউকে ভালবেসে বোকামো করে বলেই ফেললেন মনের কথা। উত্তরে আপনি যদি শোনেন " আমি রিস্ক নিতে পারবনা " তাগলে এই যুগে অবাক হওয়ার কিছু নাই। কাউকে ভালোবাসবেন আর আপনার মধ্যে যদি রিস্ক ম্যানেজমেন্ট গুন না থাকে তাহলে আপনাকে দিয়ে সম্ভব না।
আপনার যা থাকতে হবে তা হল- দক্ষ রিস্ক ম্যানেজমেন্ট, আপনি যে আসলেই ভালবাসেন তার প্রমান সরূপ ১ বছর এক তরফা ভালবাসা, এবং অন্য সকল মৌলিক গুণাবলী। তবে কোন ব্যাপারেই পূর্ব অভিজ্ঞতা একেবারেই কাম্য নয়। আরও ভালো হবে যদি এমন কোন ইন্সুরেন্স কোম্পানি পাওয়া যায়,যারা আপনার এই পুরো ব্যাপারটির একটা ইন্সুরেন্স করে দিতে পারবে (কারন আপনার মুখের কথাই তো কোন ভরসা নাই)
সুতরাং যা বুঝা যাচ্ছে মোটামুটি আপনার একটা ফাইল বন্দি সি ভি তৈরি হয়ে যাবে। যার আপনি অনেক গুলা ফটোকপি করে প্রয়োজন অনুযায়ী ব্যাবহার করতে পারবেন। (৭.৮.১১)
আরও অনেক কিছু ভাবছিলাম গতকাল, আজ আর মনে নাই।
............
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।