আমাদের কথা খুঁজে নিন

   

এক বছর পর আজ বিদ্যুৎ মন্ত্রণালয়ে যাবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশের বেশিরভাগই পালন হয়নি, মন্ত্রণালয়ে পরিচ্ছন্নতার তোড়জোড়

বাংলা আমার দেশ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে অফিস করবেন। সকাল ১১টায় তিনি মন্ত্রণালয়ে পৌঁছাবেন বলে জানা যায়। অফিসকালীন বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক একটি প্রতিবেদন তার সামনে উপস্থাপন করা হবে। গতবছর ঠিক এই দিনে অর্থাৎ ৮ আগস্ট সর্বশেষ প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে অফিস করেছিলেন। গতকাল হঠাৎ করেই বিদ্যুৎ ও জ্বালানি বিভাগকে জানানো হয় যে, আজ প্রধানমন্ত্রী অফিস করবেন।

ফলে ১ দিনের নোটিসে তড়িঘড়ি করে মন্ত্রণালয়ের সব রুম ঝাড়-মোছা, ঝুল-ঝাড়ার কাজ করা হচ্ছে। একইসঙ্গে দেয়ালগুলোতে রং করা হচ্ছে। কর্মকর্তাদেরও তাদের টেবিল গোছাতে ব্যস্ত দেখা যায়। তারা জানান, গতকালই তারা জানতে পারেন প্রধানমন্ত্রী আসবেন। রোজায় বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতিসহ জ্বালানিখাতের বিভিন্ন প্রকল্পের অগ্রগতির বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে জানানো হবে বলে তারা জানায়।

গতবছর মন্ত্রণালয়ে বৈঠকের সময় বিদ্যুৎ ও জ্বালানিখাতে কাক্সিক্ষত অগ্রগতি না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী। ওই সময় তিনি যেসব নির্দেশনা দেন তার বেশিরভাগেরই কোনও অগ্রগতি হয়নি। তিনি রোজায় বিদ্যুৎ দুর্ভোগ কমাতে বিশেষ উদ্যোগ নিতে বলেছিলেন। কিন্তু চলতি রোজায়ও বিদ্যুৎ পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। তিনি উš§ুক্ত ও ভূ-গর্ভস্থ ২ পদ্ধতি রেখেই দ্রুত কয়লানীতি চূড়ান্ত করার কথা বলেছিলেন।

কিন্তু এখন পর্যন্ত এর কোনও অগ্রগতি হয়নি। প্রধানমন্ত্রী বিবিয়ানার বাড়তি গ্যাস আনার জন্য পাইপলাইন স্থাপনের কথা বলেছিলেন। এ বিষয়ে চলতি মাসে চুক্তি হতে পারে। এলেঙ্গা ও আশুগঞ্জে দ্রুত কমপ্রেসার বসানোর নির্দেশ দিয়েছিলেন, তা এখন আলোচনার পর্যায়ে রয়ে গেছে। আবাসিকপর্যায়ে এলপিজির ব্যবহার বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ নিতে বলেছিলেন তিনি।

সরকার এ বিষয়ে ঘোষণা দিলেও এখন পর্যন্ত কোনও উদ্যোগ নেয়নি। তিনি এলএনজি আমদানির কাজ দ্রুত শুরু করার কথা বললেও শুধুমাত্র এলএনজি আমদানির বিষয়ে কাতার থেকে ঘুরে এসেছেন জ্বালানি সচিবসহ ৭ সদস্যের ১টি প্রতিনিধিদল। এর বাইরে এ কাজের অগ্রগতি নেই। বড়পুকুরিয়ার ক্ষতিগ্রস্তদের দ্রুত ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেন। ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি প্রায় ২ বছর ধরে থমকে আছে।

চট্টগ্রামের বিদ্যুৎ ও গ্যাস সমস্যার সমাধানে দ্রুত সাগরের গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলনে যে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছিল তা চূড়ান্ত করতে বলেছিলেন। এটি চূড়ান্ত করে গত ১৬ জুন কনোকোফিলিপসের সঙ্গে চুক্তি করেছে পেট্রোবাংলা। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।