জনতার সংগ্রাম চলবেই এক বানিজ্যিক নৌজানের ক্যাপ্টেন ছিল এক ইংরেজ। ।
একবার এক বাঙ্গালী কর্মচারী হঠাৎ তাঁকে বলে উঠল, “ স্যার আপনি ভোদাই”,
কর্মচারীটির নাম ছিল আতুর আলী।
আতুর আলী ইংরেজ সাহেব কে এ কথা বলে আবার কাজে মন দিল।
তাঁর সহকর্মীরা হতচকিত হয়ে বলল, “ তুমি সাহেব কে ভোদাই বলেছ?”।
আতুর আলীঃ হ্যাঁ ভাই ভুলে সাহেব কে ভোদাই বলে ফেলেছি।
সকল কর্মচারীরা পরে গেল চিন্তায়। তাঁরা ভাবল ফিরিঙ্গী সাহেব আতুর আলী এবং তার সহকর্মী ভাইদের এবার চাকরীচ্যুত করে ছাড়বে।
কি বলে সাহেবকে সান্তনা দেয়া যায় সেটা নিয়ে সবাই পরামর্শ করতে লাগল। হঠাৎ একজন লাফ দিয়ে উঠে বলল, উপায় খুজে পেযেছি।
সবাই বলে উঠল, কি উপায়??
সে উপায় বলতে শুরু করল, “ সবাই মনোযোগ দিয়ে শোন। আগামীকাল সকালে অথবা বিকালে সাহেব যদি কাওকে এই ‘ভোদাই’ শব্দের অর্থ জিজ্ঞেস করে, তোমরা সবাই বলবে ‘ভোদাই’ অর্থ ‘জ্ঞানী”। এই ব্যাখ্যা শুনে ভোদাই’র ব্যাখ্যা দাতাকে সবাই প্রচুর প্রশংসা করলো।
ঠিক ঠিক পরদিন বিকেলে সাহেব একজনকে ডেকে জিজ্ঞাস করলেন, “ ভোদাই কাকে বলে?”
উত্তরদাতাঃ জ্ঞানী জনকে ভোদাই বলে স্যার।
একথা শুনে সাহেব হো হো করে হেসে উঠলেন এবং উচ্চসরে বললেন, “ মাই ফাদার ওয়াজ এ গ্রেট ভোদাই, আই এ্যাম এ সান অফ গ্রেট ভোদাই”।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।