কি করে কথক হইতে হয় জানি না কিন্তু কথা তো বলেই যাই সাধারণত অ্যাডবি পিডিএফ রিডার সফ্টওয়্যার দিয়ে পিডিএফ ফাইল পড়া যায়।
তবে এটি দিয়ে পিডিএফ ফাইল তৈরী করা বা সম্পাদনা করা যায় না।
এ কাজের জন্য আলাদা পিডিএফ রাইটার দরকার হয়। এ সফ্টওয়্যার গুলো ইনস্টল করলে কম্পিঊটারে অনেক জায়গা দখল করে রাখে।
আর পিডিএফ ফাইল খুলতেও অনেক সময় লাগে।
তবে এমন একটি সফ্টওয়্যার আছে যেটি দিয়ে একিই সাথে পিডিএফ ফাইল লেখা ও তৈরী করা ঊভয় কাজই করা যায়
নিটরো রিডার নামের সফ্টওয়্যার দিয়ে একিই সাথে লিখতে ও পড়তে পারা যায়।
এটি ইনস্টল করলে তুলনামুলক ভাবে কম জায়গা লাগে। এতে অ্যাডবি পিডিএফ রিডারের সকল সুবিধাতো আছেই বাড়তি সুবিধা হিসেবে আছে নিজের সই যোগ করা।
আরও আছে পিডিএফ ফাইল থেকে লেখা বা ছবি অন্য সফ্টওয়্যারে ব্যাবহার করা, পিডিএফ ফরম তৈরী করা এবং সম্পাদন করা, বিভিন্ন স্থানে মন্তব্য করা, মন্তব্যের উত্তর দেওয়া, পাসওয়ার্ড দেওয়া, ৩০০ এর বেশি ধরনের (ফরমেট) ফাইল থেকে পিডিএফ ফাইল তৈরী করা, পিডিএফ ফাইল থেকে একাধিক ফাইল ফরমেট এ রুপান্তর করা সহ আরো অনেক কিছু।
নিটরো পিডিএফ রিডার সফ্টওয়্যারটি বিনা মুল্যে নামিয়ে নিতে পারেন
http://www.nitroreader.com/download এই ঠিকানা হতে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।