আমার ব্লগের ফারমার আঙ্কেলের পোস্ট দেখছিলাম এমন সময় বিদ্যুৎ তার ভার লাঘবের জন্যে সাময়িক বিরতিতে গেল সীমাহীন নয় কিঞ্চিত বিরক্ত বোধ করলাম। কারন এখন সংযমের মাস চলছে বিদ্যুৎ ব্যাবহারে আমাদেরকে সংযমী করতে এরকম প্রয়াস কর্তৃপক্ষ নিতেই পারে যেহেতু সব কিছুই কম কম করা উচিত। আমি তো বলতে পারলে বাচি যে আমরা আমাদের পুরবপুরুসদের হারিকেন কুপির রীতিনীতির চর্চা শুরু করি তবে শুধু শুরু করলেই হবেনা কেরসিন ব্যাবহারেও কম কম নীতি মানতেও হবে, আমাদের সংযমী হতে হবে। যাই হোক কম কম নীতি নিয়েও আমাদের কম কম কথা বলা উচিত। আমি খুবি বিরক্ত হচ্ছি কয়েক দিন ধরে, পেপারে দেখছি পার্টীর আইনজীবীরা আদালতে সংযমী আচরণ করতে পারেনি, তা নিয়ে মহা হইচই।
এই জায়গাটায় এসে আর আমি কম কম নীতির চর্চা বা সংযমী হতে চাইলাম না কারন সব জায়গায় কম কম নীতি চলেনা চলতে দেয়া যায়না তাই আমি একটি সবিনয় দাবি উত্থাপন করছি- সংযম ভাঙ্গার কাফফারা দিয়ে হলেও পার্টীর আইনজীবীগন আদালতে যে ধৃষ্টতা দেখিয়ছে তার বিরুদ্ধে কম কম নীতি থেকে বের হয়ে একটি অসংযমী লাথি মিছিল বাহির করা হোক। আর এই আদালতের ইজ্জত পুনরুদ্ধারের জিহাদের কাণ্ডারি হিসেবে আমরা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জনাব মোঃ নাছিম কে দেখতে চাই। কারন মোঃ নাছিমের লাথি মিছিলের উপর একটা গভীর আধ্যাত্মিক ক্ষমতা আছে। যাই হোক রাত বেরেই যাচ্ছে তাই আমার এখন অসংযমী কথা না বাড়িয়ে ঘুমাতে যাওয়া উচিত তারপর একটু কম গুমিয়ে মাঝ রাতে সেহরিতে জেগে কম কম খেয়ে দ্রুত বিছানা মুখি হতে হবে কারন এই সংযমী ঘুমটা দিয়েই আমাকে সকালে জেগেই সামিত পাওয়ারের শেয়ারের অসংযমী খোঁজ নিতে হবে। ফারমার আঙ্কেলের পোস্ট দেখছিলাম এমন সময় বিদ্যুৎ তার ভার লাঘবের জন্যে সাময়িক বিরতিতে গেল সীমাহীন নয় কিঞ্চিত বিরক্ত বোধ করলাম।
কারন এখন সংযমের মাস চলছে বিদ্যুৎ ব্যাবহারে আমাদেরকে সংযমী করতে এরকম প্রয়াস কর্তৃপক্ষ নিতেই পারে যেহেতু সব কিছুই কম কম করা উচিত। আমি তো বলতে পারলে বাচি যে আমরা আমাদের পুরবপুরুসদের হারিকেন কুপির রীতিনীতির চর্চা শুরু করি তবে শুধু শুরু করলেই হবেনা কেরসিন ব্যাবহারেও কম কম নীতি মানতেও হবে, আমাদের সংযমী হতে হবে। যাই হোক কম কম নীতি নিয়েও আমাদের কম কম কথা বলা উচিত। আমি খুবি বিরক্ত হচ্ছি কয়েক দিন ধরে, পেপারে দেখছি পার্টীর আইনজীবীরা আদালতে সংযমী আচরণ করতে পারেনি, তা নিয়ে মহা হইচই। এই জায়গাটায় এসে আর আমি কম কম নীতির চর্চা বা সংযমী হতে চাইলাম না কারন সব জায়গায় কম কম নীতি চলেনা চলতে দেয়া যায়না তাই আমি একটি সবিনয় দাবি উত্থাপন করছি- সংযম ভাঙ্গার কাফফারা দিয়ে হলেও পার্টীর আইনজীবীগন আদালতে যে ধৃষ্টতা দেখিয়ছে তার বিরুদ্ধে কম কম নীতি থেকে বের হয়ে একটি অসংযমী লাথি মিছিল বাহির করা হোক।
আর এই আদালতের ইজ্জত পুনরুদ্ধারের জিহাদের কাণ্ডারি হিসেবে আমরা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জনাব মোঃ নাছিম কে দেখতে চাই। কারন মোঃ নাছিমের লাথি মিছিলের উপর একটা গভীর আধ্যাত্মিক ক্ষমতা আছে। যাই হোক রাত বেরেই যাচ্ছে তাই আমার এখন অসংযমী কথা না বাড়িয়ে ঘুমাতে যাওয়া উচিত তারপর একটু কম গুমিয়ে মাঝ রাতে সেহরিতে জেগে কম কম খেয়ে দ্রুত বিছানা মুখি হতে হবে কারন এই সংযমী ঘুমটা দিয়েই আমাকে সকালে জেগেই সামিত পাওয়ারের শেয়ারের অসংযমী খোঁজ নিতে হবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।