সোনাই আর বালি'র চিঠি ব্লগে স্বাগতম !!! প্রিয় সোনাই, শুভ বন্ধুতা.........আজ অনেক কথার ভিড়ে এ কথাটাই বলা হয়নি তোকে। anyway, দেড়ি হোক যায়নি সময়, যায়নি বেলা । তোর-আমার জন্য প্রতিটি দিনই বন্ধুত্ব-দিন। "তোকে আমার জীবনে আজ ভীষণ প্রয়োজন", এ কথাটা মুখে বলাটা কতটুকু জরুরি আমি জানিনা, তবে আমার যখনই কান্নার জন্য কাঁধের প্রয়োজন, তখন আমার পাশে তোকে ছাড়া আর কাউকে আমি ভাবতে পারিনা। একে ভালবাসা কিংবা বন্ধুত্ব দুটোই বলতে পারিস। আজীবন এভাবে তোকে আমার পাশে পাবো সে আশা আমি করিনা। তবে যেখানেই থাকিস তুই আমার ভিতরেই বাস করবি। ভালো থাকিস সোনাই বালি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।