কাতর প্রভাত যাতনা ভারে যখনই হইবে ভারী, এক পেয়ালা কুয়াশা তুলিয়া চলিব রাতের বাড়ি।
স্কুল জীবনে মনটা ছিল ভীষণ উড়নচন্ডি,
খুব কষ্টে পাড়ি দিলাম কলেজ ভার্সিটির গন্ডি।
পড়ালেখায় ঠনঠনা ঠন কেটেছে পুরো আড্ডায়,
যাত্রাবাড়ি মিরপুর আর কখনও বা বাড্ডায়।
সব মিলিয়ে বন্ধু ছিল হাতে গুনা কতেক।
এখন শুধু ক্লিক করেই বন্ধু হাজার শতেক।
বন্ধু এখন ছেলে বুড়ো নাতি কিংবা নানী,
আমেরিকা, সোমালিয়া হোক বা জার্মানী।
বিশ্ব এখন বন্দি আছে খোমা বইয়ের পাতায়,
ইচ্ছে মত হেথায় সবাই ফ্রেন্ড রিক্যোয়েস্ট পাঠায়।
মনের কথা লিখে সেথা কত নানান ছন্দে,
হারানো বন্ধু খুঁজে পেয়ে কেউবা মহানন্দে।
বদলে গেছে এখন পুরো বন্ধুত্বের ভঙ্গী,
কেউবা আবার বন্ধু থেকেই পাচ্ছে জীবন সঙ্গী।
হাত বাড়ালেই বন্ধু হয়না কে বলেছে তায়??
এক ক্লিকেই এ পাড় ওপাড় বন্ধু হয়ে যায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।