আমাদের কথা খুঁজে নিন

   

হে হে হে.. ফ্রেন্ডশিপ ডে আফসুস ডে !!!

ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে.. পশ্চিমা ধান্ধাবাজদের পিছু পিছু ছুটবো আর কতকাল? আফসুস.. সবাই হেপ্পি ফ্রেন্ডশিপ ডে, আরও কত্ত কত্ত ডে তে সবাইকে শুভেচ্ছা দেয়, আমি দেই না, দিতে ভালো লাগে না। এইসব পশ্চিমা দিবস গুলো কেন জানি আমার মানতে মঞ্চায় না, ভেতর হতে কোন সাড়া পাই না। সবাই আধুনিক হয়, আমি হই না। হতে চাইও না। সবাই যুগের সাথে তাল মেলায়, আমি মিলাই না।

সবাই সামনের দিকে চলে, আমি চলি না, যে যায়গা আছি মনে মনে ভেবে নিই, বেশ আছি। বন্ধুত্ব নয় কোন বাজারের ঠুনকো সদাই... বন্ধুত্ব এক মূহুর্তে হয় না, একদিন দুদিনে হয় না। এর জন্য লাগে সময়। আমি সবাইকে বন্ধু বলি না। সবাইকে আমার বন্ধু মনেও হয় না।

হাসিমুখে দুদিন কথা বললেই বন্ধু হওয়া যায় না। "বন্ধু" শব্দটা খুব ছোট হলেও এ যে কত গভীর কত মমতার এক সম্পর্ক তা ভাষায় প্রকাশ করা অসম্ভবই বলা চলে। সেই গভীর সম্পর্ককে একটি দিবস দিয়ে প্রকাশ করার কোন যৌক্তিকতাই খুঁজে পাই না। এই যে বন্ধু দিবস নিয়ে সবার মধ্যে কত উচ্ছাস, কেন জানি না, আমার মধ্যে এক ফোঁটা উচ্ছাসও খেলা করে না, বরং হাসি পায় কেন জানি... ১লা বৈশাখ এলে ভেতর হতেই একটা উচ্ছাস, একটা উৎসবমুখর ভাবনা মনের অজান্তেই চলে আসে,, এই উচ্ছাস কিন্তু সবার দেখাদেখি নয়, এ যে শিকড়ের টানের উচ্ছাস... এ যে আমার দিবস, আমার নিজস্ব দিবস, অন্য কারও কাছ থেকে পাওয়া কোন দিবস নয়... আমার সবচাইতে বেশি হাসি পায়, বিশ্ব ভালোবাসা দিবসে,, ভাবলেই কেমন জানি কাতুকুতু লাগে, না হেসে পারি না.. আর সবচাইতে বেশি কষ্ট পাই বিশ্ব বাবা দিবস - বিশ্ব মা দিবস,, এই দুটো দিবসে --- রাগে গা রি রি করে সবশেষে শুধুই আফসুস.. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।