আমাদের কথা খুঁজে নিন

   

পাত্র-পাত্রী চাই

একবার আপনারে চিনতে পারলে রে , যাবে অচেনা রে চেনা পত্রিকার পাত্রী চাই বিজ্ঞাপণ গুলো লক্ষ্য করলে এদেশের অধিকাংশ পুরুষের চরিত্র বোঝা যায়। আমাদের সমাজের পুরুষেরা স্ত্রী হিসেবে বুদ্ধিমতী নারী খোঁজেনা। পুরুষ খোঁজে সুন্দরী ,শিক্ষিতা(!) ,সাংসারিক ও নামাজী পাত্রী। এ এক অদ্ভূত কম্বিনেশন। এখানে শিক্ষিতা শব্দটি ডিগ্রীধারীনী অর্থে,যা শুধুই আলংকরিক,দশজনের সামনে প্রচার করে আত্মতৃপ্তি লাভের উপলক্ষ্য মাত্র।

কারণ এ সমাজের অধিকাংশ শিক্ষিতা নারীই মূলত গৃহবধূ। নারী তার রসায়ন শাস্ত্রের স্নাতকোত্তর ডিগ্রী পতিদেব আর শ্বশুর-শ্বাশুড়ীর মনোজগতের জটিল রসায়নের পাঠোদ্ধার করেই অর্থবহ করে। অর্থনীতির তুখোড় ছাত্রী বড়জোর কাঁচা বাজারের অর্থনীতি বিশ্লেষণ করার সুযোগ পায়। ইংরেজী সাহিত্যের এককালের সম্ভাবনাময় ছাত্রী তার ইংরেজীর জ্ঞাণ কাজে লাগায় স্বামীকে রোমান্টিক একটা এসএমএস লিখে। পাত্র চাই বিজ্ঞাপনেও পুরুষকে আকৃষ্ট করার মোক্ষম অস্ত্রটিই কাজে লাগানো হয়।

ডাক্তার পাত্রীর যোগ্যতা প্রচার করা হয় “এমবিবিএস (প্রাইভেট মেডিকেল),কোটিপতি পিতার একমাত্র কণ্যা,পাত্রীর ঢাকা শহরে নিজ নামে বাড়ি আছে”। এ যেন শঠকে শঠতা দিয়ে জয় করার চেষ্টা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।