জীবনের মুহূর্তগুলো ভালবাসার স্পর্শে রঞ্জিত হোক,জীবনের মুহূর্তগুলো স্বাধীনতার স্পর্শে মুখরিত হোক ** শুভ জন্মদিন আমার ঠোঁটকাটা মাকে। যখন অন্যায় অনাচারে মেয়েরা নিজেদের টিকানোর জন্য নিজস্ব সত্তাকে বিসর্জন দিয়েছে তখন তোমাকে প্রতিবাদি রূপ নিতে দেখেছি। সাত বছরের অসম্ভব প্রেমকে বিয়েতে রুপান্তর করেছ। টাকা-পয়সা, পড়ালেখার কোন কিছু না দেখেই শুধু ভালবাসার জন্য আমার পাগলা আব্বাকে বেছে নিয়েছিলে। তোমার সততা আর প্রাঞ্জলতায় কত মানুষ ঘায়েল ছিল।
কত ঐশ্বর্য আর শিক্ষিত পাত্রকে না বলে, বাসার সব মানুষের কথাকে পরোয়া না করে শিল্পি আব্বাকে নিয়ে সংসার করেছ। বিত্ত আর ঐশ্বর্যের মধ্যে থেকে এসে শুধু নুন ভাত দিয়েও সংসার করেছ, কিন্তু কারও কাছে হাত পাতনি।
নিজের সুখ আহ্লাদ বিসর্জন দিয়ে আদর্শ নারীর সত্তাকে বজায় রেখেছ।
তোমার এই আব্বাকে নিয়ে পথ চলা কতটা সংগ্রাম ছিল, তা আমরা জানি, কিন্তু কখনও তুমি এই হাল ছাড়নি,আমায় নিয়ে ছেলেদের ইভ টিজিন এ তুমি ভালো কাটা ছিলে, আমিও এই নোংরা সমাজের নোংরামি থেকে বাঁচার জন্য বেশীরভাগ মার্কেট, কখনই বাঁদরামিতে যাইনি,বই আর অস্তিত্ব উন্নতির জন্য সব কিছুর স্পর্শ ঘরে বসে নিয়েছি টিভি,খবর আর ভাল যে কোন কিছু থেকে, তোমার জন্য আজ লোকে জানে আমি কত শক্ত। আর আমার পবিত্রতা নিয়ে কুটনামি করেও কোন ফায়দা নেই।
আমাদেরকে আদর্শ আর সচ্চরিত্র তোমারই অবদান, আজ এরকম ভদ্র আর নোংরামি ছাড়া কতা ছেলে – মেয়ে পাওয়া যায়।
আমাদেরকে নিয়েও তোমার যাত্রাটাও খুব সুখকর নয়, জীবনের প্রথম দিকে তোমায় ভাল রেজাল্ট দিতেম, বই বেরিয়েছিল ওই পর্যন্তই এর পর খুব কি কখনও তোমায় ভাল কিছু দিতে পারিনি, সংগ্রাম করতে করতে এই গত দু‘বছর আমি শুধু কিছু করিনা। পচা হয়ে চলি।
আমি তোমায় ভাল কিছু দিতে চাই, তুমি টাকা-পয়সা নয় আমাদের অনেক উচচতায় দেখতে চাও,জানি না কি দিব তোমায়......
তোমার জন্য আমাকে কিছু করতে হবে, আব্বার অনুপস্থিতিটা আজ বড় বেদনাময়। কিন্তু তোমাকে আজ যখন দেখি আব্বার পার্টটাও নিতে, সত্যি অনেক শক্তি পাই, মাঝখানে বাঁচতে ইচ্ছা করত না, এখন অনেক শক্তি পাই তোমাকে দেখে, মনে হয় মা হলে আমি তোমার মত আদর্শবান আর শক্ত মা হব... ইনশাল্লাহ।
তুমি আমার মনের যে বিকাশ দিয়েছ, যেভাবে বান্ধবি সেজেছ তা আমি পারব কিনা জানি না। শুধু জানি আমি তোমাকে সেই খুশিটা দিতে চাই, জানি অনেক দেরি করে ফেলেছি .... বলতে.......
********আমি তোমাকে অনেক অনেক ভালবাসি,,,,,, আম্মা তুমিই পৃথিবীর শ্রেষ্ঠ মা। ******** ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।