জীবনের মুহূর্তগুলো ভালবাসার স্পর্শে রঞ্জিত হোক,জীবনের মুহূর্তগুলো স্বাধীনতার স্পর্শে মুখরিত হোক ** ২+২=৫, এক তার ফাঁকি,প্রবাদ নং, ভুলে গিয়েছি সেই থেকে শুরু, বাঙালিরা মস্ত বড় ফাঁকিবাজ Load-shedding ৮০-৯০ একই চোখে থেকে, হয়ে যায় A+ । রসগোল্লা আর মিষ্টির ছড়াছড়ি, একি অনাসৃষ্টি কোচিং সেন্টার আর শিক্ষকদের সাথে বোর্ডের আঁতাত করে কমিশন চুক্তি, প্রশ্ন কমন, হুবহু A+ মার্কা উত্তর তাই আজব হয়ে দেখি শুধু শিক্ষাত্রি নয় অভিভাবকরাও শিক্ষা-প্রতিষ্ঠান ছেড়ে কোচিং আর শিক্ষকদের প্রাইভেটে দৌড়াদৌড়ি কেউ দোষে শিক্ষা-ব্যবস্থাকে, কেউ বা দোষে সরকারকে সত্যি বলি, দোষ যে একটু একটু কম বেশি সবারই, হয়ে যায় এ জাতি নরপিশাচি,মূল্যবোধহীন এক নিকৃষ্ট জাতি । ( চলছে...।বাকি টুকু বুলি পরে সময় পেলে লিখব ) DDDdD **
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।