আমাদের কথা খুঁজে নিন

   

আজ ২২ শে শ্রাবণ!

তোমারে যা দিয়েছিনু-সে তোমারি দান,গ্রহণ করেছ যত-ঋণী তত করেছ আমায় আজ ২২ শে শ্রাবণ, ইংরেজি ৬ আগস্ট। জি হ্যাঁ, এটি খুব শোকাবহ একটি দিন, রবীন্দ্র প্রেমীদের জন্য। আজ রবীন্দ্র বাবুর দেহ বিয়োগ ঘটেছে! আমি একজন রবীন্দ্র অন্তঃপ্রাণ, বলা যায়, তাকে আমার প্রেমিক মনে করি। সদা সর্বদা, কি আনন্দে, কি দুঃখে, কি জয়- পরাজয়ে, সব সময় তার গান, বাণী, কবিতা, গল্প সাথে থাকে। '' তুমি রবে, নিরবে, নিভৃতে মম।'' এমন একটা দিনে তাই কিভাবে উৎসব করি? জি, আজ আমারও জন্মদিন। যে দিনে আমার প্রেমিক মারা গেছে, সেই একই দিনে, আমারও জন্ম হয়েছে!! কি নির্মম!! আমাকে শুভেচ্ছা জানাতে পারেন। কারণ আমার মন খুব খারাপ থাকে এই দিনে। শুভ হোক আমাদের সবার পথচলা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।