আমাদের কথা খুঁজে নিন

   

যেন 'দুষ্ট প্রেমিক' আর 'অবুঝ (নাদান) বালিকা...।

ক্ষমতাসীনদের সাথে হেফাজতীদের সম্পর্ক অনেকটা যেন 'দুষ্ট প্রেমিক' আর 'অবুঝ (নাদান) বালিকা'র মত। বিশ্ববিদ্যালয় জীবনে দেখতাম কিছু বখাটে সুন্দরী মেয়েদের ইনিয়ে বিনিয়ে প্রেম নিবেদন করতে চাইত; আর যেই মাত্র মেয়েটি প্রত্যাখ্যান করত, অমনি ক্ষেপে গিয়ে তার অতীত ইতিহাসের নানা কিসসা কাহিনি ক্যম্পাস জুড়ে রটিয়ে বেড়াত; সুযোগ পেলে চড় থাপ্পড় ও বসিয়ে দিত। ক্ষমতাসীন দলের মন্ত্রী এম পি রা দিনের পর দিন শফী বাবার দরবারে প্রেম নিবেদন করলেন; তোহফা হিসেবে আগামী নির্বাচনে ৫০ খানা আসন অফার করলেন। যখনই হুজুর প্রত্যাখ্যান করলেন, তখনই বাতি নিভিয়ে তার অনুসারীদের গ্যাচাং করে দিল; এখন আবার শুরু করেছে..তার অতীত নিয়ে কাসুন্দি ঘাটার। জনগন তাহলে কি বুঝল ? প্রেম প্রস্তাবে রাজী হলে 'শফী হুজুর, আর প্রত্যাখ্যান করলে 'তেতুল হুজুর'..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।