আমাদের কথা খুঁজে নিন

   

আল কোরানের বিজ্ঞান............................!!

www.facebook.com/omith.hasan.9 অতি ইসলাম ভক্ত দ্বীনি মোমিনরা দাবি করেন- পৃথিবীতে যত বিজ্ঞান, আবিস্কার তার সবই তাদের ৭ সাতশতকী কোরানে লিপিবদ্ধ আছে। যদিও আল কোরানের কোথাও বিজ্ঞান/আবিস্কার কথাটা বাটি চালান দিয়েও পাওয়া যায় না। মোমিন মুসলমানরা রা কোরান চিবিয়ে/চিবিয়ে চর্বিত চর্বণ করে বটে। কিন্তু কোরান বিজ্ঞান থেকে ভবিষ্যতে আর কি কি অজানা বস্তু আবিস্কার করা যায় তার বিন্দুমাত্র ধারনা দিতে পারে না। তবে ইহুদী-নাসারা-নাস্তিক বিজ্ঞানীদের ইতিপুর্বে আবিস্কার হওয়া সবকিছুতেই কোরান-বিজ্ঞানের দরাজ তত্ব খুঁজে পায়। শুধু তাই না, হাতে তুড়িমেরে বলে দেয়- আরে, এসবই তো ১৪০০ বছর আগে আমাদের আল কোরানেই বলা আছে। আপেক্ষিক তত্ব কি? তা বিজ্ঞানী আইনস্টাইনের জন্মের আগে মুমিনদের চৌদ্দ পুরুষ উদ্ধার করলেও কিছু জানা সম্ভব ছিল না। কিন্তু এখন মুমিনরা আপেক্ষিক তত্ববিদ্যা আইনস্টাইনের চেয়ে একডিগ্রী বেশি বুঝে এবং সৌদি পোষা বিড়াল মরিস বুকুলি দুইডিগ্রী বেশি বুঝে। এই হল আল কোরানের মহাবিজ্ঞান!!!!!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।