আমি কার কে তোমার, আছি কার কে আমার।যদি এক তুলি হাত আসবে আলো কাটবে আধাঁর .... হায় আমার রাজনীতিবীদ হায়রে আমাদের চরিত্র.. আহ্ কি পবিত্র.. বাংলাদেশের রাজনৈতিক অংগনে অনেক নেতাকে দেখলাম। অনেক উর্থান দেখলাম অনেক পতন দেখলাম। অনেককে অপমানিত হতে দেখলাম রাজ পথে। উপর থেকে এক ধাক্কায় নীচে ছুড়ে ফেলে দিতে দেখলাম। তাই বলে কি এই দৃশ্যও দেখতে হবে। নেতা হয়েছে বলে কি নিন্মতম লজ্জাবোধ থাকতে নেই। এদের সমস্যাটা কি ?? এদের হাতে আমাদের জাতীর ভবিষৎ যে কি হবে ??? সালাম রাজনীতিবীদ সালাম রাজনীতি খোশ আমদেদ মাহে রামজান . . .
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।