এসো আবার চড়াই উৎড়ই.......... মৌলবাদ/উদারপন্থা/উগ্রবাদ
শেষ অনুচ্ছেদ:
আমি: আচ্ছা বলুনতো আপনার গডকি এমন কোন পাথর তৈরী করতে পারবেন যা তিনি নিজেই তুলতে পারবেন না।
ব্যাক্তি: কি বলছেন আপনি আপনার এই প্রশ্নটা যেহেতু একজন নাস্তিক (আরজ আলী মাতুব্বর) করেছেন সেই হেতু একজন নাস্তিক গডকে মেনে নিয়েছেন মানে তিনি প্রশ্ন করার ভিত্তিটাই হারিয়েছেন তাই নয় কি?
আ: আরে ভাই আপনে তো দেখি পারফেক্ট জাকির নায়েক?
ব্যা: ইনসাল্ট করলেন মনে লয়।
আ: যা খুশি ভাবতে পারেন তবে প্রশ্নটা নিয়া আরও চিন্তা করেন ও লজিকেল আনসার দেন।
ব্যা: প্রশ্নটার উত্তর তো আমি দিছি না।
আ: দেখুন আপনি ইশ্বরের অস্তিত্বে বিশ্বাসী কোন ভিত্তিতে।
ব্যা: আপনি এসব কি বলছেন?
আ: আচ্ছা সৃষ্টি যিনি করেন তিনিইতো স্রষ্টা না!
ব্যা: এইতো লাইনে আসছেন স্রষ্টা অসীম, যে অসীম এই সীমিত বিশ্বের স্রষ্টা তিনিই ইশ্বর, স্রষ্টা অসীম কিন্তু তার সৃষ্টি অসীম।
আ: কিন্তু তিনি তো সেই পাথরটা তুলতে পারলেন না।
ব্যা: মানে?
আ: আপনার স্রষ্টা আনলিমিটেড তার সৃষ্টি তথা মহাবিশ্ব লিমিটেড।
ব্যা: অবশ্যই।
আ: এবার বলুন তো তিনি সেই পাথরটা বানাতে পারবেন কিনা যা তিনি নিজেই তুলতে পারবেন না?
ব্যাক্তি: পারবেন।
আ: তাহলে তিনি সেই পাথরটা তুলতে পারবেন না। ( নিশ্বয়ই আল্লাহ সর্বশক্তিমান)
ব্যা: মানে।
আ: দেখুন এইরকম একটা সহজ যুক্তি বুঝতে না পারার তো কোন কারণ নাই।
ব্যা: বুঝবো না কেন কিন্তু এই ধরনের প্রশ্নগুলাতো কনফ্লিক্টেড সো এগুলার কোন লজিক্যাল আনসার নাই।
আ: এর আনসার শুনুন বিভিন্ন ধর্মগ্রন্থের বর্ণিত ইশ্বর এই পাথরটি তৈরী না করতে পারলেও মানুষ পারে।
একজন মানুষ একা একটা দালান তৈরী করতে পারে কিন্তু তা তিনি তুলতে পারেন না। (নিশ্চয়ই জ্ঞানীদের জন্য এখানে নিদর্শন রয়েছে। )
ব্যা: কিন্তু মানুষতো লিমিটেড।
আ: কে বলছে আপনারে যে মানুষ লিমিটেড। আজ থেকে ১৫০০ বছর আগে মানুষ যা চিন্তাও করতে পারতো না মানুষের সৃষ্টি আজ তা ছাড়িয়ে অনেকদূর।
এবারও বলবেন মানুষ লিমিটেড। কোনভাবেই নয়। ( মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতেই সুরাসুর। )।
সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।