আমি সুমাইয়া বরকতউল্লাহ। ছাত্রী। লেখালেখি করা আমার ভীষণ পছন্দ। আমি ছড়া, গল্প লিখি। পত্রিকায় নিয়মিত লিখি। লেখালেখি করে বেশ কয়েকটা পুরস্কারও পেয়েছি। শিশু অধিকার রক্ষায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ (প্রিণ্ট মিডিয়া) পর পর ৩ বার জাতিসংঘ-ইউন বাজার থেকে এসেই বাবা পাক খেয়ে যায় পড়ে কী হয়েছে বাবা তোমার টেনে নিলাম ঘরে। তিন কলসি পানি দিলাম চান্দি গরম বাবার বিড়বিড়িয়ে বলছে বাবা কমাও কিন্তু খাবার ধৈন্যাপাতা চারশ টাকা মাছের হাটে আগুন ব্যাগ খুলে দেখ, আনছি খালি আধা কেজি বাগুন বাগুন দেখে আগুন হয়ে মা চেচিয়ে বলেন দরকার নেই বাজার করার হাসপাতালে চলেন হাটবাজারের চরম দশা করছি বাঁচার লড়াই উন্নয়নের কথা বলে হাজার রকম বড়াই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।