গাইবান্ধার সদর উপজেলার ভবানীপুর গ্রামের সেই কৃষক আতোয়ার রহমানের তিন বিঘা জমি গতকাল শুক্রবার বিনা মূল্যে চাষ করে দিয়েছে ঢাকার এসিআই মটরস লিমিটেড। একই গ্রামের ১৫০ জন দরিদ্র কৃষকের আরও ২৪৭ বিঘা জমি চাষ করে দেওয়া হয়।
কৃষক আতোয়ারকে নিয়ে গত ২ আগস্ট প্রথম আলোয় একটি ছবি প্রকাশ করা হয়। ছবিতে দেখা যায়, আতোয়ার ও তাঁর স্ত্রী ইয়ারন নেছা গরুর পরিবর্তে কাদামাখা জমিতে মই টানছেন। মইয়ে বসে আছে তাঁদের চার বছরের ছেলে আশিকুর।
এই ছবি দেখে এসিআই মটরস কৃষক আতোয়ারকে সহযোগিতার এ উদ্যোগ নেয়।
আতোয়ার প্রথম আলোকে বলেন, তিনি একজন প্রান্তিক কৃষক। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে তাঁর সংসার। বন্ধক নেওয়াসহ তিন বিঘা জমি বর্গাচাষ করেন তিনি। তাঁর হালের বলদ নেই।
ট্রাক্টর দিয়ে জমি চাষের খরচ বহন করার সামর্থ্য তাঁর নেই। তাই স্ত্রী ও সন্তানদের সহায়তায় কষ্টেসৃষ্টে ওই জমি চাষ করে আসছিলেন।
গতকাল সকালে বিনা মূল্যে জমিচাষ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে সাহাপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চত্বরে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়। সাহাপাড়া ইউপির চেয়ারম্যান মাহাবুবুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন এসিআই মটরসের ক্রেতা নেটওয়ার্কবিষয়ক ব্যবস্থাপক মাহফুজার রহমান খান, বিপণন কর্মকর্তা মো. বাহাউদ্দিন, কৃষক আতোয়ার প্রমুখ।
ব্যবস্থাপক মাহফুজার বলেন, ‘প্রথম আলোয় প্রকাশিত ওই ছবি আমাদের মনকে নাড়া দেয়।
আমরা আতোয়ারের পাশে দাঁড়ানোর তাগিদ অনুভব করি। ’
যদিও এটা ব্যবসায়ের স্বার্থে করা হয়েছে তার পরও আমরা সবাই কিন্তু এমনিভাবে দাঁড়াতে পারি কৃষকরে পাশে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।