ভাবতে ভালো লাগে। পড়তে খারাপ লাগে না, দেখতে আরো ভালো লাগে। কিন্তু কিছু করা (কর্ম) কিছুতেই ভালোলাগে না।
ভাবতে কোন প্ররিশ্রম করতে হয় না। পড়তে ও একই ব্যপার, গল্প, উপন্যাস, চটি গল্প, ব্লগ বসে শুয়ে যেভাবে ইচ্ছে করা যায়।
কোন কিছু দেখতে যে কি উপভোগ্য তা যাদের চোখ আছে তারাই জানে। টিভি, ছিনেমা, নিল ছবি ইত্যাদি ইত্যাদি। খাও দাও আর ঘুমাও।
কিন্তু কিছু করা। খুবেই জটিল ব্যপার।
কিছু করতে হলেই আগে আড়মোড়া ভাঙ্গতে হবে। হাত পা ঝাড়া দিতে হবে। প্রতিবাদ করতে হবে। শরীরের ঘাম ঝড়াতে হবে। সরকারি পুলিশের মার খাবার সম্ভাবনা , গনপিটুনির সম্ভাবনা ইত্যাদি ইত্যাদি।
তার চেয়ে কিছু না করে বসেই থাকি।
বাহিরে কি হচ্ছে না হচ্ছে তাতে আমার কি। দেশ জাতি গোল্লায় যাক, দেশ পরাধীন থাকুক কি না থাকুক আমি কিছু করতেই রাজি নই। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।