আমাদের কথা খুঁজে নিন

   

দুই কিংবদন্তির নায়ক মাসুদ রানা আর কুয়াশা এবার একসাথে

A Hero will Rise Up Just In Time এটাকে কি বলা যায়? পড়ার আগেই বুক রিভিউ? হয়তো তাই। কিন্তু রিভিউটা না দিয়ে আর পাররাম না। কুয়াশা বরারবরই আমার প্রিয় সিরিজ। কিন্তু অনেক আগেই বন্ধ হয়ে গেছিল এই সিরিজ। বন্ধ হওয়ার অনেক পরে পড়ি আমি কুয়াশা এবং ভক্ত হয়ে যাই কুয়াশা সিরিজের।

আর মাসুদ রানা? বলার অপেক্ষা রাখেনা। কিন্তু এই দুই কিংবদন্তির নায়ক যদি এক হয়ে যায়? কি হবে তাহলে? রানা এবার সংঘর্ষে নেমেছে ভয়ঙ্কর এক ষড়যন্ত্রের বিরুদ্ধে। জড়িয়ে পড়েছে এক বিশাল গুপ্তসংঘের বিরুদ্ধে। কিন্তু একা কি ওদের সাথে লড়তে পারবে রানা? না, একেবারেই অসম্ভব। কুয়াশাকেও চাই।

তাই এই ১ম বারের মতো রানা আর কুয়াশা আসছে একসাথে, এক কাহিনীতে। যার নাম "সেই কুয়াশা"। বইটা এখনও হাতে পাইনি। এই মাসের এক তারিখে রিলিজ হলেও এখনও হাতে এসে পৌছায়নি বইটা। হয়ত কাল পেয়ে যাব, "সেই কুয়াশা"র ১ম পর্ব।

থ্রিলার কাহিনীর পাঠকরা, তৈরি হয়ে যান, দুর্দান্ত এক অভিযান কাহিনী পড়ার জন্য। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।