আমার যা কিছু নীল সবই তোমায় ধূসর ভাবায় আমার যা কিছু অপ্রাপ্তি সবই তোমার কাছে মূল্যহীন ভোরের নি:সঙ্গ পাখিটি বুঝতে মধ্যরাতের ব্যথাতুর সময় তবুও অনিন্দ্য লোকের প্রাপ্তির আশায় আদিম মানব হয়ে হেটে চলা এখানে এখন আলোহীন দু:সময় চলছে তুমিও ছায়াসঙ্গী আমিও অম্লান ব্যথাতুর প্রহর অথবা বেদনামিশ্রিত প্রহর একই পদ্য নাই আর নাই খেলায় পাগল প্রায় আমি তবুও তোমার আগ্রহ অধিক। নীড়হারা পাখি আর ঘরপোড়া গরুর দু:স্বপ্ন সম অর্থ বহন করে তোমার বেদনার কলেবরে আমার স্বপ্ন ভুপাতিত তবুও থামেনা মনোজাগতিক বিশ্বযুদ্ধ যুদ্ধ প্রযুক্তি নেই, নেই ট্যাংক বোমা কামান। অযাচিত মন প্রেমহীন জীবন সবই টানাপোড়েন আমি দিশেহারা তুমি নতমুখ সারাবেলা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।