আমাদের কথা খুঁজে নিন

   

আর শীর্ষে নেই নকিয়া !!!

মোবাইল বিক্রির তালিকায় ১৫ বছর ধরে রাজত্ব করা মোবাইল ফোন জায়ান্ট নকিয়া সম্প্রতি শীর্ষস্থান খুইয়েছে। অ্যাপল এবং স্যামসাং-এর চেয়ে পিছিয়ে নকিয়া এখন তালিকায় তিন নম্বর স্থানে এসে ঠেকেছে। খবর টাইমস অফ ইন্ডিয়া-এর। সংবাদমাধ্যমটি জানিয়েছে, স্মার্টফোন বিক্রির তালিকায় ১৯৯৬ সাল থেকে শীর্ষস্থান দখল করে ছিলো ফিনিশ মোবাইল জায়ান্ট নকিয়া। কিন্তু চলতি বছরের প্রথম তিন মাসেই নকিয়ার স্মার্টফোন বিক্রি কমে গেছে এবং অ্যাপল উঠে এসেছে র্শীষস্থানে।

এদিকে, নকিয়াকে টক্কর দিয়েছে স্যামসাংও। নকিয়াকে তৃতীয়স্থানে ঠেলে দিয়ে অ্যাপলের পরের স্থানটি দখল করেছে কোরিয়ান এ কোম্পানিটি। জানা গেছে, অ্যাপল তাদের এক বছরের পুরনো ডিভাইস আইফোন ৪ বিক্রি করেই শীর্ষস্থানে এসেছে। চলতি বছরের তিন মাসে আইফোন বিক্রি হয়েছে ২ কোটির বেশি এবং স্যামসাং-এর ডিভাইস এস২ বিক্রি হয়েছে ১ কোটি ৯০ লাখ। এ তুলনায় নকিয়া বিক্রি করতে পেরেছে ১ কোটি ৬৭ লাখ।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, মোবাইল ফোন বিক্রির তালিকা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক রিসার্চ ফার্ম আইডিসি। এদিকে, নকিয়াকে টক্কর দিয়ে দ্বিতীয় স্থানে চলে আসা স্যামসাং-এর পক্ষ থেকে বলা হয়েছে, আগামীতে আর তাদের ফোন বিক্রির কোনো তথ্য তারা ভুলেও কাউকে জানাবে না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।