ইসলামের পথে থাকতে চেষ্টা করি...। রাস্তায় অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে নানা দেশে নানা ব্যবস্থা আছে। তবে উত্তর ইউরোপের দেশ লিথুয়ানিয়ায় অবৈধ গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে যে ব্যবস্থা নিলেন সেদেশের এক মেয়র তা খুবই বিরল।
নিয়ম লঙ্ঘন করে সাইকেল চালানোর লেনে গাড়ি পার্ক করেছিলেন এক ভদ্রলোক। অমনি চলে এলেন লিথুয়ানিয়ার ভিলনিয়াস শহরের পাগলাটে মেয়র আর্টুরাস জুকাস।
সঙ্গে নিয়ে এলেন বিশাল একটি ট্যাংক। সেই ট্যাংক দিয়ে নিজেই দুমড়েমুচড়ে দিলেন মার্সিডিজ বেঞ্জ গাড়িটি।
এ ব্যাপারে মেয়র জুকাস বলেন, ‘গত কয়েক দিন ধরে এই জায়গাটায় অবৈধভাবে কিছু দামি গাড়ি পার্কিং করা হচ্ছে। এর মধ্যে রোলস-রয়েস ও ফেরারি গাড়িও রয়েছে। ’ তিনি বলেন, ‘যেসব গাড়িচালক ভাবেন, তাঁরা আইনের ঊর্ধ্বে, তাঁদের ব্যাপারে নগর কর্তৃপক্ষের কী করা উচিত? তাঁদের জন্য একটি ট্যাংকই সমাধান।
’
গাড়ি ধ্বংসের এ দৃশ্যটির ভিডিও করা হয়েছে। পরে ইউটিউবে এটি প্রচার করা হয়। ভিডিওচিত্রে দেখা গেছে, মেয়র জুকাস গাড়িটির মালিককে তিরস্কার করছেন এবং ভাঙা গাড়ির কাচ পরিষ্কার করছেন। পরে তিনি বাইসাইকেলে উঠে চলে যাচ্ছেন।
মেয়র জুকাস বলেন, ‘আমি যে কাজটি করেছি, তা আপনাদের সহজভাবে নিতে হবে।
আমি মনে করি, অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে নগর কর্তৃপক্ষ যে পদক্ষেপ নিয়েছে, তাতে সবার মনোযোগ আকর্ষণে এ ঘটনা সফল হবে। ’ অরেঞ্জ অনলাইন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।