আমাদের কথা খুঁজে নিন

   

দিবা-স্বপ্নের স্বপ্নিল ব্লগযাত্রা.........

আমি ঘুমিয়ে স্বপ্ন দেখি না,বরং স্বপ্নই আমাকে জেগে থাকতে প্রেরণা যোগায়............ গল্প লেখার হাত খুব ভাল না হলেও বন্ধু মহলে বেশ সমাদৃত হয়ে আসছি কারনটা যা কী তা নিয়ে আমি বেশ সন্দীহান। কারন খুজতে গিয়ে বের হয়ে এসেছে কয়েকটা দিক। যারা আমার গল্পপাঠক তারা সবাই লিখতে বসে কলম ভেঙ্গেছে তাই হয়ত দু-কলম লেখা দেখলেই তারা ভাবে কি না কি লিখে ফেলেছি আমি। আর একটা কারন হতে পারে আমি যে ক'টি লেখা লিখেছি তার সবক'টাই আমার বাস্তব অভিজ্ঞতা বা সত্য ঘটনা নিয়ে লেখা তাতে যে এক-আধটু রং-চং এর আছড় ছিল না তা অস্বীকার করব না। লেখা যেমনি হোক না কেন প্রসংশা পেতে কার না ভালো লাগে? তা সে প্রশংসাকর্তার যোগ্যতা যেমনি হোক না কেন ব্লগ পড়ছি অনেক দিন হল,হঠাৎ করেই মনে হল আমি তো আমার লেখা গুলো ব্লগেই লিখতে পারি।

এতদিন আমার লেখার পাঠক ছিল শুধুই আমার চারপাশের পরিচিতজনেরা, ঘনিষ্ট বন্ধুকূল। এখন থেকে না হয় সবাই আমার লেখা পড়বে, এখানে যারা ব্লগার তারা সবাই তো আর আমার বন্ধুদের মত নাদান না যে আমার হ-য-র-ল-ব মার্কা লেখা পড়ে প্রশংসার বণ্যাই ভাসিয়ে দিবে। এখানে তাদের গঠনমূলক সমলোচনা পাওয়া যাবে যা আমার লেখাকে আরো সমৃদ করতে পারে। আর আমি তো কোন লেখক নই যে বাজারে আমার লেখার কাটতির দরকার, পাঠকের হাততালি দরকার। আমি লেখি আমার মনের আনন্দে, সত্য ঘটনা গুলোকে নিজের মত করে কাগজবন্দি করাই আমার উদ্দেশ্য।

কেউ তাতে নাক শিটকাক না নাক ঝাড়ুক না সেটা আমার বিবেচ্য নয়। আমার লেখার ৭০% হবে আমার দেখা সত্য ঘটনা আর আমার বাস্তব অভিজ্ঞতা কে এক করে। অনেক গুলো বাস্তব ঘটনাপ্রবাহকে এক সুতাই গেথে আমি তৈরী করতে চাই সত্য কিছু কাহিনী যা আমাদের চারপাশে হরমামেশাই ঘটে চলছে। পরিচয় করিয়ে দিতে চাই সেই সব কিছু মানুষের সাথে যারা স্বপ্নভুক। দিবা-স্বপ্ন দেখতে যারা বেশী সাছন্দবোধ করে।

আর বাকী ৩০% ঘটনা হবে আমার কল্পনা তথা স্বপ্নিল কিছু ঘটনা যা কিনা সেই সব দিবা-স্বপ্নবাজ মানুষের সাথে আমাকেও একাত্মা করবে। কিছু মানুষ থাকে যারা স্বপ্ন দেখতে ভালোবাসে, তাদের কিছু আবার দিবা-স্বপ্নে মশগুল হয়ে থাকে। তাদের দিবা স্বপ্নই তাদের জাগিয়ে রাখে,পথ চলতে সাহায্য করে,বসে থাকে স্বপ্নপূরনের আশায়। অজানা ভবিষ্যতের পানে তারা বুকবাধে কেবল তাদের দিবা-স্বপ্ন দিয়েই। আমি সেই সব দিবা-স্বপ্নবাজ মানুষদেরকে উপস্থাপন করতে চাই।

স্বপ্ন তো স্বপ্নই তা সেটা দিবা-স্বপ্ন হোক আর বাস্তবসম্মত স্বপ্নই হোক না কেন?স্বপ্ন দেখার আগেই যদি তা অর্জিত হয়ে যাই বা অর্জনের দ্বারপ্রান্তে পৌছে যাই তাকে আমি স্বপ্ন বলতে নারাজ। স্বপ্নের মধ্যে একটু অবাস্তবতার স্বাদ না থাকলে সেটা স্বপ্ন হয় কীভাবে? তাই আমিও সেই সব দিবা স্বপ্নবাজদের দলে। দিবা-স্বপ্নবাজদের স্বপ্নিল স্বপ্নযাত্রার নাবিক হয়ে তাই আজ তরী ভাসালাম সামু ব্লগে........................ যে যার দায়িত্বে উঠে পড় আজ দিবা-স্বপ্নভূক এই স্বপ্নের তরীতে......... আর দিবা-স্বপ্ন দেখার খেসারত ও নিজের দায়িত্বে উপভোগ করুন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।