আমাদের কথা খুঁজে নিন

   

ঘর দূষিত হয় যেভাবে...

আজ আমার প্রথম বল্গ লেখা। কি লিখি। এমন একটা লেখা বেচে নিলাম যা সবার কাজে লাগবে। ঘর তো সবার আছে। কিন্ত সে ঘর দূষিত কিনা কিভাবে বুঝব...আপনার ঘরের বাতাস পরীক্ষা করলে বুঝা যাবে ঘরটি দুষিত কিনা।

সে সুযোগ না থাকলে ঘরের বাতাস যে দুষিত হয়েছে তা বুঝা যাবে যদি.. ঘরে দম বন্ধ হয়ে আসছে বলে মনে হয়, ঘর অপেক্ষা বাইরেটা আরাম বেশি মনে হলে, এসি মেশিনে নোংরা জমলে, ঘরের ভেতরে ফাংগাস জম্মালে, ঘর সংলগ্ন পাইপে ফাটল দেখা দিলে, ঘরে আরশোলা বা টিকটিকির বিষ্টা থাকলে, বাইরের অপেক্ষা ঘরের ভেতর গরম বেশি লাগলে, ঘরে গুমোট অনুভুত হলে, জ্বালানির ধোয়া ঘরে ঢুকলে। শয়ন কক্ষে দুষন হয়, যদি ধুমপান করেন, ধুমপানজনিত রাসায়নিক গ্যাস ঘরের বাতাসে মেশে। ঘরে কার্পেট পাতা থাকলে তা থেকে নির্গত ধুলো ঘরকে দুষিত করে। কার্পেট যদি নতুন হয় তাহলে তা ফরমালডিহাইট এর উৎস হয়। ক্রমাগত ফরমালডিহাইট বাতাসে মিশে ঘরকে দুষিত করে।

ঘরে মোমবাতি বা ধুপকাঠি জ্বালালে তা থেকে সীসা এবং উদ্বায়ী জৈব পদার্থ নির্গত হয়। এগুলো ঘরের বাতামে মিশে ইনডোর এয়ার পলিউশান গড়ে তোলে..আমাদের সবারই সাবধান হওয়া উচিত। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।