আমাদের কথা খুঁজে নিন

   

ঋণ পূরণ

গড়েছো পাপের পাহাড় টাকার দূর্নীতির ক্ষমতার পারলে সবই কিনে ফেল মানুষ,মানচিত্র ,স্বাধীনতা!! শ্রমিকের মেহনতী মানুষের রক্তের ঘামের শ্রমের সীমাহীন কষ্টের উপর গড়েছো অট্টালিকা রাজপ্রাসাদ সিংহাসনের বঞ্চিতের অভাব হাহাকার চিৎকার শুনতে কি পাও? যারা প্রাণের বিনিময়ে ছিনিয়ে এনেছিল স্বদেশ জন্মভূমি তাদের বাবা মা স্ত্রী সন্তান প্রেম সকল আবেগ অনুভূতি হাত-পা চক্ষু সবশেষে প্রাণ দিয়েছিলো জলাঞ্জলী তাদের পাওনা কি? পাপীষ্ঠ যারা তাঁদের রক্তে রঞ্জিত যাদের হাত যাদের উল্লাসে বীরাঙ্গনার অসহায় নিরব অশ্রুপাত যেন ভোরের নিরব শিশির পাত সেই রক্তচোষা বাদুড়েরা আজ গড়েছে বিলাস প্রাসাদ এটা মেনে নেয়া যায় না, তারা অমানুষ তারা হায়েনা! তাদের রুখতে হবে তাদের ভাঙতে হবে, তারা ধ্বংস হবে নিশ্চিহ্ন হবে যবে; বলব তখন প্রচন্ড গৌরবে তাদের রক্তের ঋণ শোধ হল মাগো তবে!  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।