আমাদের কথা খুঁজে নিন

   

ছোট ছোট আতংক গুলোই বড় দুর্ঘটনার সংকেত: প্রসঙ্গ মহাখালী রেল ক্রসিং।

ছোট ছোট বালু কণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ, সাগর অতল। কবি গুরুর এই মহান বাক্যটি একদিন মহাখালী দিয়ে যাতায়াত করা মানুষের জীবনে ফলে যাবে। বাঘ আসে আসে কবে যে চলে আসে তার হিসেব গুনেই দিন পার হচ্ছে। আজ সকালে তেমন দুর্ঘটনার মধ্যে পড়েছিলাম। গাড়ি রেল লাইনের উপরে, সামনে যাওয়ার সুযোগ নাই ।

অন্য দিকে রেল আসছে। তাড়াতাড়ি করে মানুষ গাড়ি থেকে নামতে গিয়ে কত জন যে আহত হয়েছে তার কোন খবর নেই। মটর সাইকেল ফেলে দিয়ে মালিক প্রথমে দৌড় পড়ে আবার নিয়ে গেছে। আমার দেখা মতে একজনের ডান হাতের উপড় আছর লেগেছে, একটা মহিলার দাতে আঘাত লেগেছে, এমন আরো কত জন আহত হয়েছে। মনে হচ্ছে এই নিয়ে কারো কোন মাথা ব্যাথা নেই।

কর্তৃপক্ষ যেন রমজানেও পান চাবায়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।