প্রযুক্তিকে ভালবেসে চলেছি অগ্রে.. বিশ্বের প্রায় ৭২টি শীর্ষস্থানীয় সংগঠনের ওপর পর্যায়ক্রমে সাইবার হামলা হতে পারে বলে জানিয়েছে সাইবার নিরাপত্তা ও অ্যান্টিভাইরাস নির্মাতা প্রতিষ্ঠন ম্যাকাফি।
জাতিসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এ ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানিয়েছে তারা। ম্যাকাফির নিরাপত্তা বিশ্লেষক বিভাগের ভাইস প্রেসিডেন্ট দিমিত্রি অ্যালপারোভিচ সম্প্রতি চীনে একটি অনুষ্ঠানে জানিয়েছেন, গত ৫ বছরে সাইবার হামলার শিকার হয়েছে জাতিসংঘ, তাইওয়ান, ভারত, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, কানাডা, দক্ষিণ এশীয় আঞ্চলিক সংস্থা- আশিয়ান, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি- ওআইসি, ওয়ার্ল্ড এন্টি-ডপিং এজেন্সিসহ বেশ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠান। এই সিরিজ সাইবার হামলার পেছনে বিশেষ ব্যক্তি কিংবা গোষ্ঠী রয়েছে। তবে প্রতিষ্ঠানটি তার নাম প্রকাশ করেনি।
২০০৮ সালে হ্যাকাররা জেনেভায় জাতিসংঘ সচিবালয়ের কম্পিউটার সিস্টেম হ্যাক করে। এতে হ্যাকাররা পর্যাপ্ত সংখ্যক গোপন তথ্য হাতিয়ে নিতে সক্ষম হয়। ফলে জাতিষংঘকে প্রায় ২ বছর ভোগান্তি পোহাতে হয়। চলতি বছরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান সনি ধারাবাহিক হামলার শিকার হয়েছে। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের ওপর সাইবার হামলার ঘটনাও কম নয়।
দিন দিন আরও দক্ষ হয়ে উঠছে হ্যাকাররা। ফলে ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে সাইবার হামলা ঠেকাতে এখনই নিরাপত্তা বাড়ানো উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা।
আজকের সমকালে প্রকাশিত আমার লেখাটি সবার জন্য শেয়ার করলাম.. ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।