আমাদের কথা খুঁজে নিন

   

এলো ডেলের নতুন ট্যাবলেট

প্রযুক্তিকে ভালবেসে চলেছি অগ্রে.. শীর্ষস্থানীয় কম্পিউটার পন্য বিক্রেতা প্রতিষ্ঠান ডেল বাজারে এনেছে ‘ডেল স্ট্রেক ১০’ নামের নতুন ট্যাবলেট কম্পিউটার। গুগল অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা এ ট্যাবলেটটি দেখতে অ্যাপলের আইপ্যাড ও মটোরোলা জুমের মতো মূলত চীনে অ্যাপলের আইপ্যাডের বাজারে কিছুটা ভাগ বসাতে নতুন এ ট্যাবলেটটি তৈরি করা হয়েছে বলে ভাবছেন প্রযুক্তি বাজার বিশ্লেষকরা। ডেলের বিক্রয় ও বিপনন বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাইকেল টেটেলম্যান জানান, ‘চীনের সর্বত্রই ডেলের চাহিদা অনুসারে প্রাথমিকভাবে ট্যাবলেটটি শুধুই চীনের বাজারে ছাড়া হয়েছে। ১০ ইঞ্চি টাচনির্ভর পর্দার পাশাপাশি ট্যাবলেটটিতে রয়েছে এনভিডিয়া টেগরা টু প্রসেসসর, অ্যানড্রয়েড ৩.১ হানিকম্ব ওস, সামনে পিছনে ৫ মেগাপিক্সেলের দুটি আলাদা ক্যামেরা।’ চীনের বাজারে ‘ডেল স্ট্রেক ১০’ ট্যাবলেটটি ৪৬৫ ডলারে বিক্রি হচ্ছে। তবে আন্তর্জাতিক বাজারে এটি কবে ছাড়া হবে সে বিষয়ে কোন মন্তব্য করেনি ডেল।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।