এই দেশটাকে বড় ভালোবাসি, ভালোবাসি তার নাম- লাল সবুজের পতাকাটা তাই হেসে হেসে ওড়ালাম নীল আকাশের কোলে- তার সাথে দেখি আমার সকল সুখের স্বপ্ন দোলে ! দীঘির শরীরে ফুটে থাকা সেই কলমী ফুলের লতা ধীরে ধীরে দেখি সে-ও হয়ে যায় আমার কণ্ঠহার- পাখির ডানায় লেখা আছে যেন “স্বপ্নের স্বাধীনতা” যে ডানায় ভেসে হতে পারি আমি সাতসমুদ্র পার। এ এমন দেশ- যেখানে পথের ধুলিরাও সোনা হয়- পলি ধোয়া মাঠে জেগে ওঠে শত জীবনের সঞ্চয় ! নতুন ধানের হলুদ হাসিতে যে পুলক ঝরে পড়ে সে পুলক নিয়ে গড়ে তুলি আমি সবুজের সংসার- ঝরা বকুলের সফেদ পাঁপড়ি কুড়ায়ে দু’হাত ভরে বুকে রেখে দিই প্রকৃতির এই সুরভিত উপহার । এই দেশটাকে বড় ভালোবাসি, ভালোবাসি তার নাম- তাকে বাঁচাতেই হয় যদি হোক আরেকটা সংগ্রাম একাত্তরের মত- ভয় নেই, আমি পার হতে জানি রক্ত-সাগর কত !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।