আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম ঘণ্টায় শেয়ারবাজারে চাঙাভাব

রমজানের দ্বিতীয় দিনে আজ বুধবার শেয়ারবাজারে চাঙাভাব দেখা যাচ্ছে। প্রথম ঘণ্টার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১০০ পয়েন্টে বেশি বেড়েছে। এ সময়ে লেনদেন হওয়া দুই শতাধিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। ডিএসইতে আজ বেলা সাড়ে ১১টার দিকে সূচক ১০২.২৬ পয়েন্ট বেড়ে ৬,২৯৫.২১ পয়েন্টে দাঁড়ায়। এ সময়ে লেনদেন হওয়া ২২২টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে মাত্র ১৯টির, কমেছে ২৪১টির ও অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

মোট লেনদেন হয়েছে ১৭৭ কোটি টাকা। ডিএসইতে আজ সূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। লেনদেনের নয় মিনিটের দিকে সূচক ১৩৬ পয়েন্ট বাড়ে। তবে এরপর সূচক বাড়ার হার কিছুটা কমে যায়। লেনদেনের ২২ মিনিটের দিকে বাড়ে ৭০ পয়েন্ট।

তবে প্রথম আধা ঘণ্টার পর সূচক আবার দ্রুত বাড়তে থাকে, প্রথম ঘণ্টার লেনদেন শেষেও অব্যাহত রয়েছে। এ সময়ে লেনদেনে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—বেক্সিমকো, গ্রামীণফোন, আরএন স্পিনিং, এনবিএল, আফতাব অটো, মালেক স্পিনিং, কেয়া কসমেটিকস, এমআই সিমেন্ট, ইউসিবিএল ও ইউনাইটেড এয়ারওয়েজ। সূত্রঃ প্রথম আলো ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।