আমাদের কথা খুঁজে নিন

   

বড় বাপের পোলা খায় , চকবাজারের ইফতারের বাজারের সাময়িক ছবি ব্লগ !

বাংলাদেশ কে ভালোবাসি ৪-৫ জন বন্ধু মিলে নিয়ম করে প্রতিবছর একদিন ঘুরে আসি পুরাতন ঢাকার ইতিহ্যবাহী ইফতারের বাজার ! কিছুটা মজা করার জন্যই প্রতিবছর যাওয়া ! এবার ও ঘুরে আসলাম , ভাবলাম আপনাদের সাথে ও শেয়ার করি ! যেভাবে গেলামঃ আজিমপুর থেকে রিকশায় সরাসরি বাজারে ! তারপর ঘুরে ঘুরে রকমারি ইফতারের আইটেম দেখা , আর কেনাকাটি ! অভিজ্ঞতার কারণেই সাথে করে নিয়ে গিয়েছিলাম তাজা খবরের কাগজ , যা কাজে লেগেছে পাশের মসজিদে বসে ইফতারী সেরে নেয়ার সময় (আশেপাশের রেষ্টুরেন্টে দাঁড়াবার ও জায়গা নেই ) ! ফিরার সময় হাজির বিরিয়ানি , একটু বেশীই হয়ে গেছে , খাবার টাও কিছুটা অস্বাস্থ্যকর , বিশেষ করে রোজা রেখে ! তবে শখের দাম লাখ টাকা , বছরে একদিন বেশী খেলে কিছু হয় না ! আর বড় বাপের বড় পোলা বলে কথা ! আর দেরী না করে আসুন খাবার দেখিঃ জিনিস টা মন্দ না , প্রতি পিচ সম্ভবত ৩৫০ টাকা ! মন্দ না ! আমার কাছে মনে হয়েছে জিনিসটা এবারের লস প্রজেক্ট ! তবে মন্দ না ! আহা ! পবিত্র রমজানের শুভেচ্ছা সবাইকে !

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।