এসো আবার চড়াই উৎড়ই.......... [১] মৌলিকতায় আটকে থাকার নাম যদি ধরে নিই মৌলবাদ, তাহলে কেমন হয়? একটা ধোয়াঁর মেঘ সরিয়ে যে সমস্ত মানুষ আলোর পথে এগিয়ে আসেন বা আসতে চান তাদের জন্য। অন্যথায় "আল্লাহ তাআলা তাদের অন্তরকে সীল গালা করে আটকে দিয়েছেন"। মৌলবাদের রকম ফের.............. মুসলিম মৌলবাদ, হিন্দু মৌলবাদ, খ্রীষ্ট্রিয় মৌলবাদ ব্লা ব্লা ব্লা................ এশিয়ান মৌলবাদ, আমেরিকানীয় মৌলবাদ, ইউরোপিয়ান মৌলবাদ.... ব্লা ব্লা ব্লা............ আমাদের মৌলবাদী দেশটিতে আছে, মাজারীয় মৌলবাদ, মন্দিরীয় মৌলবাদ, বর্ণবাদী মৌলবাদ, অফিসীয় মৌলবাদ, শাখায়িত মৌলবাদ, লিঙ্গীয় মৌলবাদ, ব্লা ব্লা ব্লা............. মৌলবাদ জিন্দাবাদ................ জিন্দাবাদ.............. জিন্দাবাদ.......... আওয়ামী মৌলবাদ, বি.এন.পি ও মৌলবাদ, জামাতীয় মৌলবাদ, সাম্যের মৌলবাদ, বাসুদীয় মৌলবাদ, শাখায়িত মৌলবাদ জিন্দাবাদ............. এবারে মার্কেটের দিকে তাকাই এসি. মার্কেটিয় মৌলবাদ, হকার মার্কেটিয় মৌলবাদ................ মৌলিক বিষয় থেকে সরে এসে মৌলবাদ.......... জয় মৌলবাদ জয়............ মাল্টি ন্যাশনাল কোম্পানীয় মৌলবাদ, দেশী কোম্পানীয় মৌলবাদ, সম্পূর্ন বিদেশী কোম্পানীয় মৌলবাদ............কমরেড মৌলবাদ.........লাল সালাম মৌলবাদ.............শাখায়িত মৌলবাদ............ শ্রমিক মৌলবাদ, কর্মচারী মৌলবাদ, কর্মকর্তা মৌলবাদ, ব্যবস্থাপকীয় মৌলবাদ, মালিক মৌলবাদ............. শাখায়িত আমার শিশু...............আমার না আমার বৌয়ের.........আমার নিজের না ভাইয়ের................আমার দেশের না.................অন্যদেশের..........মেয়ে না ছেলে................. শাখায়িত শিশু মৌলবাদ..........পাখি মৌলবাদ................. ফুল মৌলবাদ............ ক্যামিকেল মৌলবাদ................. পাবলিক/প্রাইভেট/হাফ প্রাইভেট মৌলবাদ.........চইঙ্গা/বইঙ্গা/কুট্টিয়া/চানপুইরা/উত্তর বঙ্গিয়া/ কসমোপলিটনিয়া মৌলবাদ................. শাখায়িত মৌলবাদ.............. শাখায়িত মৌলবাদ............. এসমস্ত মৌলবাদ ছাড়াও লক্ষাধিক মৌলবাদে দূষিতদের একটা মৌলবাদী সঙজ্ঞা দিচ্ছি, মৌলবাদ হল নিজের চিন্তা-ভাবনা অন্যকে প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা বা টাকার জোরে চাপিয়ে দেওয়া.......... আর তাই আবার কুরআনকে টানছি...................(নিশ্চয়ই আল্লাহ্ সর্বোচ্চ দয়াময়)।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।