আমাদের কথা খুঁজে নিন

   

সালামান-রনির পাল্টাপাল্টি মামলা

শনিবার বিকেলে শাহবাগ থানায় ইনডিপেনডেন্টের পক্ষে মামলা করার দুই ঘণ্টার মধ্যে পাল্টা মামলা দেন রনি।
ঘটনার শুরু দুপুরে। রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় রনির অফিসে সাক্ষাৎকার নিতে গেলে ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক ইমতিয়াজ মমিন সনি ও ক্যামেরাম্যান মহসিন মুকুলকে আটকে বেদম মারধর করা হয়।
অপরাধবিষয়ক অনুসন্ধানমূলক অনুষ্ঠান ‘তালাশ’ এর সংবাদ সংগ্রহের জন্য তারা সেখানে গিয়েছিলেন।
আহত ইমতিয়াজ মমিন সনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের তালাশ টিমের কাছে তথ্য ছিল গোলাম মাওলা রনিকে একজন সরকারি কর্মকর্তা দরপত্রের দুই কোটি টাকা দেবেন।

তাই আমরা প্রতিবেদনের স্বার্থে সাংসদ রনির সাক্ষাৎকার নেয়ার জন্য তার অফিসে যাই। এক পর্যায়ে তিনি ও তার সহযোগীরা মারধর শুরু করেন। ”
এ সময় সাংসদের নেতৃত্বে তাদের ক্যামেরা ও বুম ভাংচুর করে ক্যামেরার মেমোরি কার্ড খুলে রাখা হয়।
তাৎক্ষণিক সাংবাদিক নেতারা মেহেরবা প্লাজায় গেলে তাদের উপস্থিতিতে গোলাম মাওলা রনি আহত সাংবাদিকদের কাছে ক্ষমা চান। পাশাপাশি তাদের চিকিৎসা ব্যয় ও ক্যামেরার ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দেন।


পরে নিজের অবস্থান ব্যাখ্যা করে গোলাম মাওলা রনি দাবি করেন, শেয়ারবাজার নিয়ে কথা বলার কারণে সালমাণ এফ রহমানের নির্দেশে ইনডিপেনডেন্ট টেলিভিশনের তালাশ টিমকে তার পিছনে লেলিয়ে দেয়া হয়েছে।
“দরবেশের (সালমান এফ রহমান) নির্দেশে তার ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের তালাশ টিম আমার পিছনে লেলিয়ে দেয়া হয়েছে বলে আমি সন্দেহ করছি। ১০ দিন ধরে তারা আমার নির্বাচনী এলাকায় ঘুরে এসেছে। তারা আমার দুর্নীতির সংবাদ তুলে এনেছে বলে জানিয়েছেন আমার আত্মীয় স্বজনরা। ”
“কয়েকদিন থেকে দেখছি সকাল-সন্ধ্যা আমার তোপখানা রোডের অফিস থেকে শুরু করে নিজ বাসা পর্যন্ত পিছনে লেগে আছে।

” তালাশ টিমের সদস্যরা তার অফিসের ফ্রন্ট ডেস্কের কর্মচারী আবদুল কুদ্দুসের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন বলেও দাবি করেন  রনি।
অবশ্য সাংবাদিকদের পেটানোর কথা অস্বীকার করে তিনি বলেন, “কারা মেরেছে তা আমি জানি না। তবে যেহেতু ঘটনাটি তার অফিসের সামনে ঘটেছে তাই আমি দুঃখ প্রকাশ করেছি। ”
এ ঘটনায় বিকেলে শাহবাগ থানায় রনিসহ ২০/২৫ জনকে আসামি করে হত্যাচেষ্টার অভিযোগে ইনডিপেনডেন্ট টেলিভিশন স্টেশনের সহকারী ব্যবস্থাপক ইউনুছ আলী বাদী হয়ে মামলা করেন, যা শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম নিশ্চিত করেছেন।
পরে চাঁদা দাবি এবং তা না পেয়ে হত্যাচেষ্টা এবং অপহরণের অভিযোগ তুলে টেলিভিশন স্টেশনটির অন্যতম মালিক সালমান এফ রমানের বিরুদ্ধে পাল্টা মামলা করেন গোলাম মাওলা রনি।


রনির বিরুদ্ধে এর আগেও সাংবাদিকদের নিগৃহীত করার অভিযোগ রয়েছে। ২০০৯ সালে পটুয়াখালীর গলাচিপায় নদী দখল করে বিপণীবিতান তৈরির কথা বিভিন্ন দৈনিকে প্রতিবেদন প্রকাশ হলে রনির সমর্থকদের হাতে স্থানীয় কয়েকজন সাংবাদিক নিগৃহীত হন। পরে সাংবাদকিদের বিরুদ্ধে চারটি মামলাও করেছিলেন রনি।
তবে তিনি আলোচনায় আসেন সৈয়দ আবুল হোসেনের মন্ত্রিত্ব পাওয়া নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে ‘গল্প’ বলে। ওই গল্পে তিনি হাস্যরস করে বলেন, দৌড় জিতে  মন্ত্রিত্ব পেয়েছিলেন আবুল হোসেন!


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।