প্রায় প্রতি রাতেই অন্তত একবারহলেও নিজের সাথে দেখা হয়ে যায়। তখন নিজের সাথে নিজেই বিতর্কে জড়িয়ে পড়ি। দ্বিধা, দ্বন্দ, ক্ষোভ, আনন্দ, দুঃখ আর প্রতিবাদে মুখর থাকে সেই ক্ষণ। এসব অনুভূতি প্রকাশ করার মতো কাউকে যখন পাই না। তখন লিখতে বসে যাই।
আজ সকালে প্রথম আলো খুলে সর্বপ্রথম যেই পৃষ্ঠাটি খুজছিলাম তা হলো বিশেষ ক্রোড়পত্র। বিশেষ দিনে সেইরম বিজ্ঞ ব্যক্তিবর্গ সেইরম লেখা লেখেন এইখানে। আজ আবার দু’টো বিশেষ দিন একসাথে। বঙ্গবন্ধু’র জন্মদিন এবং জাতীয় শিশু দিবস। কিন্তু ক্রোড় পত্র খুলে আমি হতবাক হয়ে গেলাম।
বিজ্ঞ লেখকেরা জাতীয় শিশু দিবসের কথা মাথায় রেখে বঙ্গবন্ধু’র শিশুকাল/শিশুপ্রীতি নিয়ে তুমুল লেখালেখি করলেন। আনিসুজ্জামান লিখলেন “ একজন বড়ো মানুষের কথা” হাসেম খান লিখলেন “শিশুদের জন্য বঙ্গবন্ধু” আমিনুল ইসলাম লিখলেন “নিজের লেখনিতে বঙ্গবন্ধুর শৈশব”। অথচ শিশু দিবসে শিশুদের অধিকার/সুযোগ-সুবিধা নিয়ে কেঊ কিছু লিখলেন না। যেখানে শিশু শ্রমের চাপে দেশের শিশুরা নিয়মিত পিষ্ট হচ্ছে। শিশু নির্যাতনের শিকার হচ্ছে লাখ লাখ শিশু।
সুবিধা বঞ্চিত শিশুর সংখ্যা যেখানে দিনে দিনে বাড়ছে সেখানে কি সেই শিশুদের জন্য ক্রোড়পত্রের পৃষ্ঠা সংখ্যা একটু বাড়ানো গেলো না?
এই হচ্ছে আমাদের দেশের অবস্থা? আজ জাতির জনকের জন্মদিন। আমরা তা পালন করবো। ভালোভাবেই পালন করবো। কিন্তু আজতো জাতীয় শিশু দিবসও। আজকের দিনেই শিশুদের অধিকারের কথা বিশেষ ভাবে বলার দিন।
শিশুদের কষ্টের কথা তুলে ধরার বিশেষ দিন। সেইটা ভুলে গেলে চলবে কি করে?
আমরা কি বর্তমান ভুলে অতীতকে নিয়েই বেশি ব্যস্ত হয়ে পড়ছি? ভেবে দেখা প্রয়োজন। এইভাবে লেখালেখি করা যাবে, চলচ্চিত্র বানানো যাবে কিন্তু দেশ চালানো যাবে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।