হাতছানি দেয় দূরে কেউ আমারে আমার যদি পাখির মত উড়ন্ত ডানা থাকতো তোমায় নিয়ে যেতাম দূরে কালো মেঘের আড়ালে কিংবা নিঝুম অরণ্যে অন্ধকার পেড়িয়ে যেখানে আলো মুচকি হেসে লুটিয়ে পড়বে তোমায় পায়ে আমি যদি স্বপ্ন হোতাম রাত্রিতে তোমার নিদ্রায় এসে যেতাম যা তুমি আমার থেকে চাইতে ফিরে দিতাম না, কখনো কোন ভাবে যদি আমি ফুল হোতাম মৃদু হাওয়ায় দোল খেয়ে তোমার খারাপ মনটাকে ভালো করে দিতাম যদি আমি আলো হোতাম নিঝুম অন্ধকারের বুক চিঁড়ে তোমার কাছে আসতাম যদি আমি, তুমি হোতাম উজার করে ভালোবাসতাম! তুমি যদিও আমি নই সেজন্য ভালোবাসার ছাদ আছে ঘর কই... হারিয়ে গেছে হয়তো নিস্তব্ধ অন্ধকারে, কিংবা সমুদ্রের গভীর জলে, অথবা নিশীতে ঝি ঝি পোকার সাথে, বা পথভ্রষ্ট পথিকের সাথে......! উৎস্বর্গ সুইটির নামে................!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।