আমাদের কথা খুঁজে নিন

   

শুভ্রলতা কষ্ট নেবে কষ্ট....-একটি খোলা চিঠি

© এই ব্লগের সকল পোষ্ট,ছবি,থিম প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কোথাও বিনা অনুমতিতে প্রকাশ করা নিষেধ । শুভ্রলতা, আমার কাছে অনেক কষ্ট আছে,নেবে তুমি? হৃদয়ের গহিনে জমে থাকা কষ্ট। আকাশের রঙে মিশে একাকার হয়ে যাওয়ার কষ্ট, কিংবা জুম বৃষ্টিতে একলা হেঁটে বেড়ানোর কষ্ট। ইচ্ছা করলেই নিতে পারো। ।

কষ্ট,বিরহ,যন্ত্রণারা আজ আমার বড় আপন। একাকীত্বের সঙ্গী। প্রতি ক্ষণে পাশে থাকে আমার যেন পিছু ছাড়তেই চায় না। কষ্ট আর আমি যেন মুদ্রার এপিঠ। কাছের মানুষও হয়তো সময়ের প্রয়োজনে দূরে চলে যায়।

দুঃখরা আমার সাথে মিশে থাকে বাতাসের মত। ঘিরে থাকে অক্টোপাসের মত। নেবে তুমি ওদের?তবে যে তোমায় বন্ধু হতে হবে আমার। হতাশা আর ব্যর্থতা হয়ে উঠবে তোমার নিত্যসঙ্গী। অনিশ্চয়তার পথে যাত্রা করতে হবে তোমায়।

মিতালি হয়ে দূর নীলিমার তারাদের সঙ্গে শূন্যতায় ডুবে যাবে তুমি। আশাগুলো পরিণত হবে নিরাশায়। মরুভূমির শুষ্কতা বুকে ধরে সাত সাগর কষ্টের জল চোখে নিয়ে বলবে ভালো আছি। তুমি চাইলেই কষ্টের অংশীদার করবো তোমায়। অতঃপর একদিন নিরুদ্দেশ হয়ে যাবো।

চলে যাবো না ফেরার দেশে। আর তুমি ও জীবন নদীর তীরে প্রতীক্ষায় থেকে থেকে ক্লান্ত হয়ে যাবে। এরপর হয়তো তৃতীয় কোনো পৃথিবীর কাছে আশ্রয় নেবে। আর বন্ধুত্ব তো বন্ধুত্বই…..। কল্পমানব ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।