কোন সিস্টেম সাম্যাবস্থায় থাকা কালে যদি এর কোন নিয়ামক পরিবর্তন করা হয় তাহলে সিস্টেমের অবস্থান এমনভাবে পরিবর্তত হবে যেন সেই নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয় বেক্সিমকোর মালিক যেনো কেডা? বেক্সিমকোর অস্বাভাবিক সেল প্রেসারের কারনে আজকের মার্কেট পরতে বাধ্য হয়। ৩.৩৪৮ মিলিয়ন ভলিউম লো প্রাইসে সেল প্রেসার দেয় পুরো মার্কেটে। ইনডেক্স -6.69146 এর কারন। ১১.১০ মিনিটে ১৯৪ থেকে ১৮৯ টাকায় প্রথম ধাক্কা ও ১১.৩৫ মিনিটে ১৮৮.৫ টাকার লো প্রাইসের ধাক্কা। ঠিক একই সময়ে জিপির ১৯৩ থেকে ১৮৭ টাকায় নেমে আসার ধাক্কা। বেক্সিমকো আর জিপিরে ঝাড়ু দিয়া পিটাইতে মন চায় এই দুইটা ১.১৫ মিনিটের পরে সেইম আকাম। এই আকাম না করলে আজ মার্কেটের চেহারা অন্যরকম হতো। আমরা বুইঝাও কিছু করতে পারি না দরবেশ বাবা। তুমি যেমনে নাচাও তেমনেই নাচি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।