আমাদের কথা খুঁজে নিন

   

বিদেশে উচ্চশিক্ষা#জেনে নিন প্রয়োজনীয় তথ্য

উচ্চশিক্ষা গ্রহণের আগ্রহ সব শিক্ষার্থীরই থাকে। এর জন্য অনেক শিক্ষার্থী ছুটে যান বাইরের দেশে। তবে যাওয়ার আগে যে বিষয়গুলো আপনাকে অবশ্যই বিবেচনায় নিতে হবে। আর সেগুলো হলো,বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, ফ্যাকাল্টি, কোর্স কারিকুলাম, সিলেবাস ইত্যাদি। অনেক দেশে নির্দিষ্ট বিষয়ের ওপর ভিত্তি করে ইনস্টিটিউট, বিশ্ববিদ্যালয় এবং একাডেমী আছে।

যে বিশ্ববিদ্যালয়টি আপনি নির্বাচন করেছেন প্রয়োজনে ওই দেশের রাংকিংয়ে সেটির অবস্থান সম্পর্কেও নিশ্চিত হয়ে নিন। কৌতূহল মেটাতে ইন্টারনেটের সাহায্য নিতে পারেন। বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থা এবং বিশ্বের সঙ্গে চ্যালেঞ্জিং মোকাবেলায় পড়তে পারেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, পাওয়ার ইঞ্জিনিয়ারিং, গ্যাস ও তেল সেক্টর, টেলিকমিউনিকেশন, এমবিএ, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, জেনেটিকস, পাবলিক রিলেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, মাল্টিমিডিয়া অ্যান্ড সনিক আর্টস, অ্যানিমেল স্টাডিজ, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট, বায়োমেডিকেল সায়েন্স, মেডিকেল বায়োলজি, মলিকিউলার বায়োলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি, জেনারেল মেডিসিন, হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ট্যুরিজম, আমেরিকান স্টাডিজ, ইন্টারন্যাশনাল রিলেশন, ল' অ্যান্ড ক্রিমিনোলজি, এশিয়া প্যাসিফিক স্টাডিজ, ইংলিশ ফর ইন্টারন্যাশনাল বিজনেস স্টাডিস, ইসলামিক স্টাডিজ, হারবাল মেডিসিন, ম্যাথমেটিকস অ্যান্ড এডুকেশন ইত্যাদি বিষয়ে। এ বিষয়গুলোর যে কোনো একটিতে যদি ঈর্ষণীয় ফল করতে পারেন, তাহলে চাকরি আপনাকেই খুঁজবে। উচ্চশিক্ষার্থে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে প্রথমেই নিজেকে প্রশ্ন করে দেখুন, কী ভাবে ভবিষ্যৎ ও ক্যারিয়ার গড়ে তুলবেন।

তবে প্রশ্ন এবং আশা-আকাঙ্ক্ষার সঙ্গে যেন শিক্ষাগত যোগ্যতার সামঞ্জস্য থাকে। যেমন ধরুন, আপনি এইচএসসিতে পদার্থবিদ্যা এবং গণিতে গড়ে ৮০ শতাংশ নম্বর পেয়েছেন, তাহলে আপনি কী নিয়ে পড়বেন? ক. মেডিসিন, খ. ইলেট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, গ. কম্পিউটার সায়েন্স, ঘ. নিউক্লিয়ার ফিজিক্স, ঙ. গণিতে অনার্স। এ ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়লে আপনি খুব বুদ্ধিমানের পরিচয় দেবেন। ইচ্ছে করলে গণিতেও অনার্স করতে পারেন। তুলনা করে দেখুন, কোনটা উচ্চমানের এবং সর্বজন গ্রহণযোগ্য।

তেমনিভাবে আপনি যদি বিজনেস স্টাডিজ বিভাগ থেকে উত্তীর্ণ হন এবং পরিসংখ্যান ও হিসাববিজ্ঞানে গড়ে ৮০ শতাংশ নম্বর থাকে তাহলে অযথা সাতপাঁচ না ভেবে বিবিএ অথবা পাবলিক রিলেশন অ্যান্ড ম্যানেজমেন্ট নিয়ে পড়তে পারেন। আর যারা মানবিক বিভাগ থেকে ভালো ফল করেছেন, তাদের জন্য নির্দেশনা হলো বাংলাদেশে অধিক গ্রহণযোগ্য, জনপ্রিয় ও বিশ্বের উন্নত দেশে মাইগ্রেশনে যথেষ্ট গুরুত্ব রাখে এমন বিষয় নির্বাচন করে উচ্চশিক্ষা নেওয়া উচিত। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।